বর্তমানে মাঝেমধ্যেই চর্চায় উঠে আসছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গতবছর তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। এরপর কেটে গিয়েছে বেশ কিছু মাস।
শুভশ্রী তার ছেলে যুভানের দেখভালের কারণে নিজের কাজ থেকে বিরতি নেন। এরপরই তার শরীরে মেদ জমতে শুরু করে। যা প্রতিটি মায়ের ক্ষেত্রে স্বাভাবিক একটি ঘটনা। সন্তান জন্ম দেওয়ার পর প্রতিটি মায়ের শারীরিক ও মানসিক নানান পরিবর্তন আসে।
এরপর থেকেই শুভশ্রীকে নানান ট্রোলের শিকার হতে হয়। তার শরীরের আকার পরিবর্তন তাকে কটাক্ষের মুখোমুখি দাঁড় করায়। কিন্তু শুভশ্রী যে ফের নিজের ফিল্ডে ফিরছেন তা তিনি মাঝেমধ্যে প্রমাণ করছেন। এর আগেও তাকে পশ্চিমী পোশাকে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে। ফের তাকে দেখা গেলো ফটোশ্যুটের ছবি পোস্ট করতে।
তার পোস্ট করা ছবিতে তাকে দেখা যাচ্ছে সবুজ রঙের শর্ট পোশাকে। পায়ে পরেছেন কালো রং-এর হাই হিল। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “একটি বাক্সের বাইরে চিন্তা করতে শিখুন”।
অর্থাৎ চিন্তাকে কখনো আবদ্ধ করে রাখতে নিষেধ করেছেন অভিনেত্রী। ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
এদিকে কয়েকদিন আগেই নিজের বাড়িতে ছেলে যুভানের এক বছরের জন্মদিন পালন করলেন। ঘরোয়া ভাবেই পালন করা হয় ছেলের জন্মদিন। আর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন অভিনেত্রী। টলিউডের গায়ক জিৎ গাঙ্গুলি যুভানের জন্য গান গাইলেন। বেশ আনন্দের মধ্যে দিয়ে কাটে ছেলের প্রথম জন্মদিন।
Leave a Reply