“ওইটুকু আর না পড়লেই ভাল হত”

ফের ট্রো;লিংয়ের শিকার দর্শনা বণিক (Darshana Banik) ৷ স্বল্পবাস নায়িকার ভিডিয়ো ও ছবির উদ্দেশে উড়ে এসেছে নে’;টিজেনদের কদর্য মন্তব্য ৷

কিছু দিন আগে দর্শনা কালো পোশাক পরে একটি নাচের ছবি দিয়েছিলেন ৷ তাঁর শরীর আলি;ঙ্গন করে থাকা সেই আটোসাঁটো পোশাকের উপরে কিছুটা অংশ ছিল স্বচ্ছ ৷

সে দিকে উদ্দেশ্য করে এক নে;টিজেনের মন্তব্য, উপরের ওই জালের মতো জিনিসটা না থাকলেই ভাল হত ৷ সঙ্গে কটাক্ষ, তিনি আশা করেন, এর পর থেকে এ রকম ‘ভুল’ আর দর্শনা করবেন না!

একজন তো লিখেছেন, ‘‘ওইটুকু আর না পড়লেই ভাল হত ৷’’ তাঁর ধারণা, ঊ;র্ধ্বাঙ্গ অনাবৃত হলে অনেক বেশি দর্শনধারী হবেন দর্শনা!

এ ছাড়াও আরও অনেক অ;শ্লীল কটূ;ক্তি করা হয়েছে ৷ শরীরের বিশেষ অ;ঙ্গ নিয়েও অশা;লীন ইঙ্গিত করতেও ছাড়েনি কিছু ফেসবুক ব্যবহারকারী ৷

পরে ওই ভিডিয়োর পোশাকেই স্থির ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ সেখানেও রেহাই নেই দর্শকদের বিকৃত মন্তব্য থেকে ৷ কেউ কেউ তো মন্তব্য না করে তার জায়গায় পোস্ট করেছেন অ;শ্লীল ছবি ৷

এর আগেও সামাজিক মাধ্যমে ট্রো;লিংয়ের শিকার হয়েছে দর্শনা ৷ প্রশ্ন করা হয়েছে, তাঁর ব;ক্ষ বিভাজিকা কেন দেখা যাচ্ছে? এক বার তো রিল ভিডিয়ো পোস্ট করার পর তাঁকে নে;টিজেনরা জিজ্ঞাসা করেন, তিনি অন্তর্বাস পরেননি কেন?

কিন্তু ট্রো;লিংকে গুরুত্ব দিয়ে পিছিয়ে আসার পাত্রী নন দর্শনা ৷ সামাজিক মাধ্যমে তিনি আগের মতোই সক্রিয় ৷ অশা;লীন মন্তব্যের পাশাপাশি অসংখ্য নেটিজেন তাঁর প্রতি গুণমুগ্ধতা প্রকাশ করতেও দ্বিধা করেন না ৷

বাংলা বিনোদন দুনিয়ায় দর্শনা দীর্ঘ দিনের পরিচিত নাম৷ অনেক দিন ধরেই মডেলিং করেন তিনি ৷ বিভিন্ন নামী ব্র্যান্ডের বাণিজ্যদূত ছিলেন দর্শনা ৷

অভিনয় করেছেন বাংলা ও তেলুগু ছবিতেও ৷ তাঁর ছবির তালিকায় উল্লেখযোগ্য ‘আসছে আবার শবর’, ‘ব্যো;মকেশ’ এবং ‘মুখোমুখি’ ৷

দর্শনাকে দেখা গিয়েছে ওয়েবসিরিজেও ৷ সম্প্রতি তিনি অভিনয় করেছেন বাংলাদেশের ছবি ‘অপারেশন সুন্দরবন’-এও ৷ ও পার বাংলার বিনোদনদুনিয়ার তাঁর পরবর্তী ছবি ‘অ;ন্তরাত্মা’ ৷ শ্যুটিং উপলক্ষে তিনি কিছু দিন আগেই গিয়েছিলেন বাংলাদেশে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*