ঐশ্বর্য রাইয়ের বেবি বাম্পের ছবি তুমুল ভাইরাল

বচ্চন পরিবারের বউ বিশ্ব সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। বলিউডের বিগবি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) পুত্র অভিষেক বচ্চন (Abhisekh Bachchan) -র সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

আজও তার রূপের প্রশংসায় পঞ্চমুখ ৮ থেকে ৮০। প্রকৃত সুন্দরীর সংজ্ঞাই যেন তিনি। বিশ্বসুন্দরীর হিসেবে আজও এক ডাকে সকলেই ঐশ্বর্য রাইকেই চেনে।

আজও তার বয়স বাড়লেও বিন্দু মাত্র ভাটা পড়েনি গ্ল্যামারে। তার অতুলনীয় সৌন্দর্য আর ব্যক্তিত্বের জোরে আজও তিনি সক্কলের চোখের মণি।

ফের সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে উঠলেন রাই সুন্দরী। সম্প্রতি কালো পোশাকে অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের একটি ছবি প্রকাশ্যে আসতেই তুমুল জল্পনা শুরু হয়েছে নেট পাড়ায়।

আসলে বডি হাগিং এই পোশাকে তাকে বেশ স্বাস্থ্যবতী দেখাচ্ছে। অনুরাগীদের প্রশ্ন এটি রাই সুন্দরীর বেবি বাম্প কিনা।

জল্পনা চলছে আবার নাকি মা হতে চলেছেন ঐশ্বর্য। দিন কয়েক আগেই ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন তাদের কন্যা আরাধ্যা বচ্চনকে নিয়ে দক্ষিণের সুপারস্টার এস সারথকুমার ও তাঁর পরিবারের সাথে দেখা করতে পুডুচেরি পৌঁছেছিলেন।

সরথের মেয়ে ভারালক্ষ্মী তাঁর ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার সঙ্গে এই ছবি পোস্ট করেছেন।

নেটিজেনদের একাংশের বক্তব্য নিজের বেবিবাম্প হাত দিয়ে লোকানোর চেষ্টা করছেন অভিনেত্রী। অথবা সকলের পিছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল রেখেছেন রাই সুন্দরী।

অনেকের আবার মত তার ওজন বেড়েছে লকডাউনে এটি স্বাভাবিক। এটি গ্রহণ করা উচিত। তিনি গর্ভবতী হোন না বা না হোন তার সুস্থ থাকাই বেশি গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্য রাই। ২০১১ সালের ১৬ নভেম্বর তাঁদের প্রথম সন্তান আরাধ্যার জন্ম হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*