ঐন্দ্রিলা চলে যাওয়ায় তার সব্য-এর খেয়াল রাখার দায়িত্ব নিল সৌরভ!

ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তরা। এই সংবাদ পাওয়ার পরেই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। গত ১৯ দিন ধরে ‘ফাইট’ করে আসছেন অভিনেত্রী। ‘ও জয়ী হয়েছে’ , বার্তা ঐন্দ্রিলার বন্ধু তথা অভিনেতা সৌরভ দাসের (Saurav Das)। একটি ফেসবুক পোস্টে সৌরভ দাস লেখেন, “ও জয়ী হয়েছে।

অনেক শান্তির জায়গা এবং এর থেকে ভালো মানুষ (সকলেই নয়) ওর প্রাপ্য। ও খুশি এবং অনেক শান্তিপূর্ণ দুনিয়ায় গিয়েছে ও। মিষ্টি আমরা তোমাকে ভালোবাসি, সবসময় বাসব।” সব্যসাচীর সারাজীবন খেয়াল রাখার অঙ্গীকারও করেন সৌরভ। তিনি লেখেছেন, “আমি আমার ভাইয়ের সবসময় খেয়াল রাখব, তোর সব্যর খেয়াল রাখব।

ঐন্দ্রিলার হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে হাসপাতালেই ছিলেন অভিনেতা সব্যসাচী। অভিনেত্রীর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না তিনি। ভেঙে পড়েছেন কান্নায়। এই অবস্থায় যাতে কেউ সব্যসাচীকে ফোন না করে সেজন্য অনুরোধ করেছেন সৌরভ দাস। তিনি বলেন, “কোনও জিজ্ঞাসা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করুন। যাঁরা এই লড়াইয়ে ওর সঙ্গে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ।”

এর আগে যখন ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে ভুয়ো পোস্ট ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায় সেই সময় সৌরভ দাস সরব হয়েছিলেন। তিনি লিখেছিলেন, “বেঁচে আছে এখনও। মেরে ফেলো না ওকে। পায়ে পড়ছি।” ঐন্দ্রিলা শর্মাকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই সেখানে ছিলেন সব্যসাচী। তিনিই অতীতে একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, হাসপাতালে তাঁর সঙ্গে থাকতে আসছিলেন সৌরভ দাস। প্রতি মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন।