এ কেমন ভূতুরে আবদার কারিনার?

বেশ কয়েকমাস ধরেই নেট দুনিয়ায় হচ্ছে জল ঘোলা। এক কথায় বলতে গেলে, করিন কাপুর খান এখন স্পট লাইটে, তবে প্রশংসা নয়, বরং ট্রোলের মুখে পড়েই নাজেহাল বলিউড বেবো। সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়, উঠছে বিবেক নিয়েও প্রশ্ন, বিষয়টা ঠিক কী ঘটে!

সম্প্রতি সামনে আসে সীতা ছবির প্রস্তাব হাতে গিয়েছে করিনা কাপুরের। তারপরই ওঠে নয়া জল্পনা। এই ছবি করার জন্য ১২ কোটি টাকা দাবী করেছেন করিনা কাপুর! কিন্তু কেন, তাঁর কি কোনও আবেগ নেই।

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে এই ধরনের নানান সংবাদ ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি যেন ক্রমেই জটিল হয়ে উঠছে। এমন কি নেট পাড়ায় বয়কট বেবো স্লোগানও ওঠে রাতারাতি।

হিন্দু ধর্মের প্রতি কোনও শ্রদ্ধা নেই, কেন এমন একটা পবিত্র চরিত্র পেয়ে তিনি এমনটা হেঁকে বসলেন! টাকাটাই কি সব। না, টাকাটা সব নয়। তবে করিনা কাপুর মুখ বুঁজে বসে থাকার পাত্রীও নন।

সোশ্যাল মিডিয়ায় সাফ উত্তর না দিলেও তিনি স্পষ্ট জানান এক প্রথম সারির ফ্যাশন ম্যাগাজিনে, তিনি কেবল সাম্যতাটুকুই আনতে চেয়েছেন। ব্যবসা বা খিদে মেটাতে নয়।

বরাবরই বলিউডে পুরষতন্ত্রের দাপট। পরিচালক থেকে শুরু করে অভিনেতা, পোস্টারের মাঝখান জুড়ে কেবলই তাঁরা। খান সাম্রাজ্যের ক্ষেত্রেও তাই। তবে মহিলাদের স্থান কোথায়! তাঁদের পাঠ কি কোনও অংশে কম থাকে! পরিশ্রম কি কোনও অংশে কম থাকে!

না, তবে টাকার অঙ্কের বেলা, অভিনেতাদের ক্ষেত্রের কোটি কোটি আর অভিনেত্রীদের ক্ষেত্রে কেনই বা তা স্বপ্ন পরিমাণ! এর উত্তর সাফ নয় এখনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*