এ কি হাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ; পড়ুন বিস্তারিত

চরিত্রের তাগিদে যেকোনও লুক নিতে রাজি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই অতনু ঘোষের শেষপাতা ছবিতে তাঁর লুক দেখে চমকে উঠেছিল দর্শক। এবারও সেরকমই একেবারে জৌলুসহীন এক চরিত্রের জন্য ছাপোষা লুক বেছে নিলেন অভিনেতা। ছবির নাম ‘আয় খুকু আয়’।

এই ছবিতে প্রসেনজিতের সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায়। মধ্যবিত্ত পরিবারের মেয়ে দিতিপ্রিয়ার লুকও এই ছবিতে চমকপ্রদ।

ছবিতে বাবা মেয়ের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে। তবে ছবিতে শুধুমাত্র একজন সুপারস্টার নয়, সঙ্গে রয়েছেন আরেক সুপারস্টার জিৎ। তিনি এই ছবির প্রযোজক।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘আয় খুকু আয়’ ছবির পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে বিয়ের চন্দন সহ লাল টিপ।

কিছুদিন আগেই হয়ে গেল ছবির শুভ মহরৎ। উপস্থিত ছিলেন জিৎ, কিন্তু মুম্বইয়ে শুটিংয়ের কারণে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ। ভিডিও কলে টিমের সকলের সঙ্গে সামিল হয়েছিলেন পুজোয়। সোমবার শুরু হল ছবির শুটিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*