এবার এনসিবি পৌঁছে গেল শাহরুখের বাসভবনে। সকালেই ছেলের স’ঙ্গে দেখা করতে আর্থার রোডের জে’লে পৌঁছেছিলেন শাহরুখ খান। তারপর বম্বে হাইকোর্ট থেকে আরিয়ানের জামিনের শুনানির দিন ধার্য হয় আগামী ম’ঙ্গলবার। আর তার আগেই আরও কড়া পদ’ক্ষেপ নিল NCB। এবার তাঁরা পৌঁছে গেল শাহরুখ খানের বাড়ি ।
আরিয়ান গ্রে’ফতার হওয়ার পর থেকেই মনে করা হচ্ছে তল্লা’শি চালানো ‘হতে পারে মন্নতে। তবে, সেবি’ষয়ে এতদিন মুখ খোলেনি এনসিবি। বৃহস্পতিবার দুপুরে তাঁরা হঠাৎই হাজির হয় মন্নতে।
NCB সূত্রে দাবি মা’দক নেওয়ার কথা স্বীকার করে নিয়েছে আরিয়ান। জানিয়েছে সে গত চাঁর বছর ধরে মা’দকে আসক্ত। স’ঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেও একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। আর তারপরই তাঁকে গ্রে’ফতার করা হয়।
গতকাল বুধবার স্পেশ্যাল এনডিপিএস কোর্টে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপর জামিনের জন্য বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন শাহরুখ-পুত্র। এদিকে আজই ছেলের স’ঙ্গে দেখা করতে আর্থার রোডের জে’লে গিয়েছিলেন শাহরুখ। আরিয়ান গ্রে’ফতার হওয়ার পর এই প্রথম জনসম্মুখে আসেন বাদশা।