লাগাতার দুই ম্যাচে বিরাট কোহলির ব্যর্থ ইনিংস আবারও ঘুরে ফিরে তাকে সেখানে এনে ফেলেছে। দীর্ঘ তিন বছর ধরে রানের খরা চলছে বিরাট কোহলির ব্যাটে। সেই ছোঁয়া পরল আইপিএলের মঞ্চেও।
চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে আইপিএল যাত্রা শুরু করেছিলেন বিরাট কোহলি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং সমালোচনার সমাপ্তি ঘটিয়েছিল বিরাট কোহলিকে নিয়ে। তবে পরপর দুই ম্যাচে আবারো ব্যর্থতা সেই সমালোচনার সূত্রপাত ঘটালো।
গতকাল শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২ গজের মহারণে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যেখানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
ব্যাঙ্গালোরের আহবানে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে রাজস্থান। ১৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দুর্দান্ত শুরু করলেও মিডল অর্ডার ভেঙে পড়ে হুরমুড়িয়ে।
এমনকি দলের বিপদে দলের সাথে থাকতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলিও। মাত্র ৫ রান করে প্রাক্তন ব্যাঙ্গালোর যোদ্ধা যুজবেন্দ্র চাহালের হাতে রান আউট হন তিনি।
আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় আবারও সমালোচনার সূত্রপাত ঘটে বিরাট কোহলিকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সহজ সমীকরণের জয়সূচক ম্যাচটিতে মাত্র ১২ রান করেছিলেন বিরাট কোহলি।
আইপিএলের মেগা আসরে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সর্বসাকুল্যে বিরাট কোহলি ১৯.৩ গড়ে ৫৮ রান সংগ্রহ করেছেন। এর পরেই দলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।
বারবার সুযোগ পেয়েও নিজেকে ব্যর্থ প্রমাণ করে চলেছেন বিরাট কোহলি। সেই কারণে ব্যর্থ বিরাটের ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির পথে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।