এবার প্যান্ট খুলে নিজের গো’পন অ’ঙ্গ দেখালেন দিশা পাটনি

বলিউডের অন্যতম মোহময়ী অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি একজন! সিনেমা জগতে তো বটেই, ফ্যাশন জগতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

বিভিন্ন সাহসি পোশাক এবং তাঁর বোল্ড লুক প্রায়ই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। চোখ ধাঁধানো তাঁর একের পর এক ছবি রীতিমত উষ্ণতার পারদ ছড়ায় নেটদুনিয়ায়।

কখনও শাড়িতে তো কখনও সালওয়ারে। আবার প্রায় তাকে দেখা যায় বিকিনি পড়ে উষ্ণতা ছড়াতে। আবার ওয়েস্টার্নে সমানভাবে সুন্দরী অভিনেত্রী।

তবে এবার তাকে দেখা গেল ব্যতিক্রম কিছু করতে। সম্প্রতি দিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, পরনের জিন্স প্যান্ট খুলে অন্তর্বাস দেখাচ্ছেন তিনি। ব্যস তাতেই ভাইরাল ওই ছবি।


জানাগেছে, মূলত অন্তর্বাস বিক্রির সংস্থা কেলভিন এন্ড ক্লেইনের ভারতের অ্যাম্বাসেডর তিনি। ওই কোম্পানিটির নতুন স্টোর্ট কালেকশন এটি। এ কারণেই নায়িকাকে দেখা যায় এমন পোশাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*