এবার টলিউডের হট নায়িকা পূজার সাথে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ, যিনি বহুবছর পর ফিরছেন এই জগতে!

থ্রিলার ও অন্য ধারার ছবি তৈরি করতে গিয়ে কোথাও যেন হারিয়ে গিয়েছে হাসিতে ভরপুর কমেডি ছবি। এখন আর সিনেমা দেখে দর্শকেরা হেসে লুটোপুটি খান না। বরং মনভার করে সিনেমা হল থেকে বের হন অথবা সিনেমার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন বেশি। বলা চলে বাংলা সিনেমায় এখন প্রকৃত অর্থে কমেডি সিনেমা একেবারে কোণঠাসা।

সেই ভাবনা থেকেই পরিচালক রাজা চন্দ তাঁর আগামী ছবিতে ভরপুর কমেডি নিয়ে আসতে চলেছেন। আৎ এই সিনেমায় নতুন-পুরনো একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী থাকছেন। শ্যামসুন্দর দে প্রযোজিত এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। সম্প্রতি নিউ মার্কেটের সদর স্ট্রীটের এক পুরনো হোটেলে চলছিল এই ছবির শ্যুটিং। সেটে এসেছিল পুরো টিম।

এই সিনেমায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, আয়ুষী তালুকদার এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এই প্রথমবার পূজার সঙ্গে জুটি বাঁধবেন প্রসেনজিৎ। অভিনেত্রী জানিয়েছেন যে এই সিনেমা করার অন্যতম কারণ হল বুম্বা দা এবং রাজা চন্দ। প্রসঙ্গত, রাজা চন্দের চ্যালেঞ্জ ২ ছবি দিয়েই পূজা বাংলা সিনেমায় জনপ্রিয়তা পান। এই সিনেমায় প্রসেনজিৎ-এর চরিত্র তাঁর ব্যক্তিগত চরিত্রের থেকে একেবারে আলাদা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *