এতদিন চুপচাপ থাকলেও অবশেষে ‘প্রজাপতি’ মুভি নিয়ে মুখ খুললেন মিঠুন, ফাঁস করলেন গোপন রহস্য!

দেব-মিঠুন চক্রবর্তীর প্রজাপতি সিনেমা নিয়ে আলোচনা কম হয়নি। এই সিনেমা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিও হয়েছে বেশ উত্তপ্ত। তবে এতো দিন এ নিয়ে চুপচাপই ছিলেন মিঠুন। তবে এবার প্রজাপতির সাকসেস পার্টিতে এসে মিঠুন প্রজাপতি নিয়ে মুখ খুললেন।

মিঠুন বললেন, ‘ওরা দেবকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু ও ভয় পায়নি। আমার কাছে বাংলার সব প্রেক্ষাগৃহ নন্দন। বাংলার মানুষ ছবিকে ভালবেসে জিতিয়ে দিয়েছেন।’ মিঠুনের স্ত্রী যোগিতা বালিও ‘প্রজাপতি’ দেখেছেন।

মিঠুনের কথায়,‘ছবিটা দেখতে দেখতে খুব কেঁদেছে। আর শেষে আমাকে বলেছে, ‘তুমি যে আমার স্বামী, সেটা ভাবতেই গর্ববোধ করি।’’ দেবের সঙ্গে কি নতুন ছবির কোনও পরিকল্পনা রয়েছে? এই প্রশ্নের জবাবে মিঠুন বলেছেন ‘কিছু জানি না। আমার টিআরপি এখনও খুব বেশি। চাইলে সারা বছর কাজ করতে পারি। কিন্তু যতক্ষণ চিত্রনাট্য আমাকে নাড়া না দিচ্ছে, আমি রাজি হই না।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *