“এখন মন দিয়ে কাজ, বিয়ে পরে করে নেবো” আজব প্রশ্নের কড়া জবাব দিলেন নুসরাত ফারিয়া!

নুসরাত ফারিয়া। অভিনেত্রী, মডেল ও উপস্থাপক। গতকাল ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ভয়’। এ ছাড়া এ অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। স্টেজ শোতেও ব্যস্ত তিনি। নতুন সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে। হ্যাঁ, গুলশানের একটি কলেজের অনুষ্ঠানে এসেছি। এখন ‘স্টেজ শো’র মৌসুম, যার কারণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো শো উপস্থাপনা করতে হচ্ছে।

বুকের মাঝে ভয় পুষে রাখতে রাখতে একটা সময় কীভারে আমরা লড়াই করার সাহস হারিয়ে ফেলি তাই দেখানো হয়েছে এই ছবিতে। আরও দেখানো হয়েছে কাজ আর আদর্শের মাঝে আপস না করার গল্প। এরই মধ্যে যাঁরা সিনেমাটি দেখেছেন, তাঁদের অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। রাজা চন্দের পরিচালনায় এই ছবিতে আমার সহশিল্পী অঙ্কুশ হাজরা। তাঁর সঙ্গে এর আগেও অভিনয় করেছি।

করোনার আগে এই সিনেমার কাজ শুরু করেছিলাম। সেই সময় বেশ মাস্তি করেই কাজটি করেছি। মনে আছে, যখন এই সিনেমার কাজ করছি, তখন কোরবানির ঈদ। কিন্তু ঈদের দিনও পশ্চিমবঙ্গের একটি এলাকায় আমরা শুটিং করেছি। আসলে যে কোনো কাজের পেছনে থাকে নানা গল্প ও ত্যাগের স্মৃতিকথা।

কিন্তু দিনশেষে এর পরিণতি দেখলে সব কষ্ট আর ত্যাগের কথা ভুলে যাই। কিছুদিন আগে সৌমিক হালদারের ‘বিবাহ অভিযান-২’ ও অংশুমান প্রত্যুষের ‘রকস্টার’ সিনেমার কাজ শেষ করেছি। এ ছাড়া অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমায় কাজ করছি এখন। মুক্তির অপেক্ষায় আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত ‘মুজিব :একটি জাতির রূপকার’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *