দর্শকদের একটা নস্টালজিয়ার নাম হল তারক মেহতার উল্টা চশমা। একসময় এইটার এপিসোড নিয়ে নিত্য নতুন আলোচনাই ছিল তখনকার বাচ্চা থেকে টিনএজের আড্ডার টপিক। আর সেখানেই একটা বিখ্যাত নাম হল ববিতা জি।
তারকের ক্রাশ, ওরফে সবার ক্রাশ ববিতা জি। আসলে এই নামেই তিনি বলিউডে বেশ খ্যাত। খ্যাতি পাবেন নাই বা কেন। যেমন আইকনিক তেমনই যেন বাস্তব একটি চরিত্র। ববিতার রোলে অভিনয় করেছেন অভিনেত্রী মুনমুন দত্ত।
তারক মেহতার উল্টা চশমা শেষ হয়ে গিয়েছে অনেকদিন। কিন্তু ববিতার ক্রেজ কিন্তু আজও একটুও কমেনি। তাই জন্য মাঝে মধ্যেই পেজ থ্রির কলামে ঠিক নিজের নাম করিয়ে নেন। এছাড়া এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে তারকারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাঁদের অনুরাগীদের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় সুবিধা হল তারকাদের সঙ্গে অনুরাগীদের যোগাযোগ সরাসরি হয়। সেখানে সবসময় ভদ্র, নম্র ও মিষ্টি রূপেই ধরা দেন ববিতা। কিন্তু নিজের প্রতিবাদী রূপও প্রকাশ্য হল তাঁর। এই রূপটি দেখে নেটিজেনসহ ইন্ডাস্ট্রির বহু মানুষ তাঁকে বাহবা দিচ্ছেন।
ঘটনাটি যদিও ঘটেছিল বেশ কয়েক বছর বাদে। কিন্তু সেই পোস্টটি আবার নজরে আসায় হইচই শুরু হয়েছে। ২০১৮ সালে তাঁর সোশ্যাল একাউন্টে একটি পোস্টে এক ব্যক্তি সরাসরি তাঁকে কটুক্তি করেন। জিজ্ঞাসা করেন, ‘ এক রাতের ভাড়া কত?’