“এই মেয়েটি শুধরানোর মানুষ নয়” একের পর এক নোংরা পোশাক দেখে উরফি কে কটাক্ষ ভক্তদের!

Urfi Javed মানুষ ভাইরাল হয়ে ওঠার জন্য যে কতকিছু করে তার পাত্তা নেই। নেটিজেনরা যাতে তাদের লাইক ও ফলো করে সেই কারণেই বিভিন্ন প্রয়াস করতে থাকে সকলে। তবে ফ্যাশন এখন যেভাবে ছড়িয়েছে সারা বিশ্বে তা দিয়ে সবাইকে চমকে দেওয়া সম্ভব। যেমন উরফি জাভেদ যার নিত্য নতুন ফ্যাশনে চমকে যান আট থেকে আশি।

শুধু তাই নয় তার ফ্যাশন দেখে যে কেউ বেহুঁশ হয়ে যেতে পারেন মুহূর্তেই। উরফির মন মাতানো এই ফ্যাশনের কারণেই সর্বদা তিনি লাইমলাইটে থাকেন। যেমনটা সম্প্রতি আবারো তার নতুন ফ্যাশন সামনে এসেছে। একটি ভিডিওতে ব্রাউন রঙের শর্ট ও বিভিন্ন জায়গায় কাঁটা পোশাকে দেখা গেল উরফিকে। দেখলে মনে হচ্ছে সেই ড্রেস লেদারের বা চামড়ার তৈরি।

প্রতিবারের মতো এবারেও সেই পোশাকে পাপারাজ্জিদের সামনে পোজ দিয়েছেন তিনি। ‘Filmygyan’ নামের বিখ্যাত ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। চিত্রগ্রাহকরা ফটো তোলার জন্য উরফিকে অনুরোধ করার পর তিনি একটি নোংরা প্লাস্টিকের সামনে দাঁড়িয়ে পড়েন।

পাপারাজ্জিরা সেটা বললে তিনি বলেন,’আমার জন্য প্লাস্টিকের দামও বেড়ে গেল’। পোশাকের কাঁটা অংশ দিয়ে উরফির বক্ষ যুগল অনেকখানি বেরিয়ে ছিল। সাথেই চুলে বিনুনি, ন্যুড শেড মেকআপ লুকসে হট লাগছিলো ‘ফ্যাশন কুইন’ তা বলার অপেক্ষা রাখে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *