সুদূর বর্ধমান থেকে কলকাতার টালিগঞ্জ- ভৌগোলিক দূরত্ব খুব বেশি না হলেও জীবনে এই দুটো জায়গার দূরত্ব কমিয়ে আনতে বেশ লড়াই করতে হয়েছিল শুভশ্রী গাঙ্গুলী। তবে লড়াই শেষে সফল অভিনয়ের কেরিয়ার, তারপর টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ঘর বাঁধা- সবকিছুতে বেশ পটু শুভশ্রী।
শুভশ্রীর অভিনয় জয় করে দর্শকদের মন। কেরিয়ারের শুরুতে বাণিজ্যিক ছবির নায়িকার চরিত্রে নিজেকে ফুটিয়ে তুললেও, সময়ের সঙ্গে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন অভিনেত্রী। নিজেকে নানা রূপে, নানা চরিত্রে মেলে ধরেছেন অভিনেত্রী। আর এর মাঝেই দর্শকদের উদ্দেশ্যে নতুন চমক ছুঁড়ে দিয়েছেন রাজ-ঘরণী।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই সিরিজ নিয়ে নিজের মনের কথা বলেন অভিনেত্রী। এই সিরিজে আসার কারণ হিসেবে তিনি বলেন, “এ রকম সুযোগ হাতছাড়া করলে নিজেকে দোষী মনে হতো। পরিচালক দেবালয় ভট্টাচার্য বলেছিলেন, চিত্রনাট্য লিখতে গিয়ে তোমাকে চোখ বন্ধ করে দেখতে পেয়েছি।” তবে এই সিরিজে নিজের বয়সের সঙ্গে চরিত্রের বয়সের বিস্তর ফারাক মিটিয়ে দিতে অনেক কিছুই করতে হয়েছিল বলে জানান অভিনেত্রী।
তিনি বলেন, “বয়স্ক ইন্দুবালার স্বর নিয়ে ভীষণই ভয়ে ছিলাম। জানতাম শরীরী ভাষা বা অভিনয় নিয়ে কোনও অসুবিধা হবে না। কিন্তু স্বর পাল্টাব কীভাবে? এটার জন্য অনেক পরিশ্রম করেছি। কিন্তু ভয়েস মডিউলেশন ট্রেনিং নিইনি কখনও। তবে খানিকটা শ্যুটিংয়ের সময়, খানিকটা ডাবিংয়ের সময় স্বর বদলের কাজটা করেছি।”