উরফির খোলামেলা পোশাক দেখে এবার মজা নিলেন অমিতাভ বচ্চন, করলেন এক মজার টুইট!

বিতর্কের অপর নাম উরফি জাভেদ- এই কথাটি এখন যেন কিছুটা পরিবর্তিত। এখন বলা যায় ট্রোলিংয়ের আরেক নাম উরফি জাভেদ। কারণ বি-টাউনের এই মডেল যেমন নিজের মতো করে নানা রকম ছকভাঙা পোশাকে নিজেকে অবতীর্ণ করেন, তেমনই আবার সেসব কারণে তাকে নিয়ে নানারকম ট্রোলের বাহার দেখা যায় সমাজিক মাধ্যম জুড়ে।

তার নানা ছবি ও ভিডিও এডিট করে তৈরি করা হয় মশলাদার ও মজার নানা মিম। আর নেটিজেনদের কাছে এগুলি চরমভাবে হাসির খোরাক হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে এখন উরফিকে নিয়ে নানা মিমের ছড়াছড়ি। এককথায় তিনি এখন একজন কন্টেন্ট হয়ে উঠেছেন। আর সম্প্রতি এমনই একটি মজার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমের দেওয়ালে।

দুটি ভিডিওকে এডিট করেই তৈরি করা হয়েছে এই মজার ভিডিও। ভিডিওতে একদিকে যেমন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল মডেল উরফি জাভেদকে, অন্যদিকে দেখা যাচ্ছে বলিউডের মহীরুহ অমিতাভ বচ্চনকে, সূর্যবংশম রূপে। আর ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে, যা দেখলে আপনি হাসতে বাধ্য।

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে একদম দুধসাদা রংয়ের ট্র্যাডিশনাল শালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে রয়েছেন উরফি। মাথায় ওড়না নিয়ে আছেন তিনি ঘোমটার মতো করে। এরপরই ‘সূর্যবংশম’ সিনেমার অমিতাভ বচ্চনের একটি ক্লিপ জুড়ে দেওয়া হয়েছে। নেপথ্যে হিন্দিতে শোনা যাচ্ছে, ‘সংস্কারে এই মেয়েটি তোমার থেকেও বড়’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *