উরফির খোলামেলা ছবি পোস্ট ফের ঝড়ে কাঁপছে গোটা নেট দুনিয়া: ভাইরাল অভিনেত্রী

বেশ কয়েকদিন ধরে উরফি ঝড়ে কাঁপছে গোটা নেট দুনিয়া। একের পর এক খোলামেলা ছবি পোস্ট করেই থাকেন ফের সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে পুরুষদের মনে শিহরণ জাগালেন উরফি জাভেদ।

উষ্ণময়ী শরীরী উত্তেজনায় ভরপুর উরফি-ই এখন ইন্টারনেটের হটকেক। খবরের শিরোনামে কীভাবে থাকতে হয় তা মনে হয় উরফির এখন নখ দর্পণে। হট অ্যান্ড বোল্ড অবতারে সবসময়েই যেন চর্চায় থাকেন উরফি। ফের লাল টপ ও ডেনিম জিন্সে উরফির হট মুভসে কাঁপছে গোটা নেটবাসী।

কিছুদিন ধরেই বেশ চর্চায় রয়েছেন বিগ বস ওটিটির প্রথম বাতিল হয়ে যাওয়া প্রতিযোগী উরফি জাভেদ। শো থেকে বাতিল হলেও সর্বদাই শরীরী হিল্লোলে পারদ চড়িয়ে পেজ থ্রিয়ের শিরোনামে থাকেন উরফি।

হট আর বোল্ড অবতারে সবসময়েই যেন পেজ থ্রিয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উরফি। সম্প্রতি কালো রঙের সি-থ্রু পোশাকে এয়ারপোর্টে ধরা দিলেন উরফি৷ উন্মুক্ত শরীর আর অদ্ভুত পোশাকে চরম কটাক্ষের মুখেও পড়েছিলেন উরফি।

সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত উরফি জাভেদ। অভিনেত্রীর শেয়ার করা প্রতিটি ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পোশাক নিয়ে সর্বদাই চর্চায় থাকেন এই অভিনেত্রী।

যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পোশাক বিতর্কে নাম লিখিয়েছেন উরফি জাভেদ৷ বারংবার লাইমলাইটে থাকতেই বিতর্কিত পোশাকে শরীরী উষ্ণতায় নকি ঝড় তুলতে হাজির হন উরফি, এমনটাই মত নেটিজেনদের একাংশের।

নিজের অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী। সদ্য এই চর্চিত অভিনেত্রী সদ্য নতুন একটি ফটোশ্যুটর ছবি শেয়ার করেছেন উরফি। সম্প্রতি উরফি নিজের ইনস্টাগ্রামে নিয়ে গিয়ে সৈকতে ধারে বিকিনি লুকের ছবি পোস্ট করেছেন।

এই ছবিতে অভিনেত্রীকে ঘন নীল রঙের বিকিনি পরে দেখা যায়। তিনি একই রঙের একটি সরোং দিয়ে এই সাজ সম্পূর্ণ করেছিলেন। এই ড্রেসের সাথে একটি গাঢ় লাল গাড় লিপস্টিক, আর খোলা চুলে বোল্ড লুকে ছবি পোসাত করেন৷ ক্যপাশানে লেখেন, ‘অলওয়েস আ বিচ বেবি’। এরপরেই অনুগামীরা একের পর এক মন্তব্য করেন৷ নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *