অভিনেত্রী পুরোহিতের অবশেষ ইনস্টাগ্রাম ছবিটি কি দেখেছেন! না দেখলে এক্ষুনি গিয়ে দেখে আসুন! না পোশাকটি তাঁর খুব একটা হাইফাই নয়, ক্যাসুয়াল বি;কি;নি টপ, কালো ট্রাকস্যুট, উঁকি দিচ্ছে বুকের স্পষ্ট ক্লি;ভেজ, তবে শুধু উঁকি ঝুঁকি নয়, অনেকটাই উন্মুক্ত ব;ক্ষদেশ, আর উন্মুক্ত পেট, চুল খোলা, মনে হচ্ছে নায়িকা ক্যাসুয়াল লুকে অবতীর্ণ হয়েছেন। না কোনও ফটোশ্যুট নয়।
কি অবাক হচ্ছেন তো কে তিনি? তিনি আর কেউ নন আমাদের লেডি পুরোহিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছবিটিতে তাঁকে দেখেই বোঝা যাচ্ছে তাঁর চাওনি দিয়েই ভস্ম করে দেবেন গোটা যুব সমাজকে।
সঙ্গে আকর্ষণীয় ক্যাপশনও জুড়েছেন তিনি, যেখানে বলা হয়েছে ‘day 1 of new life’, ব্যস! এতেই শুরু হয়েছে জল্পনা। শোনা গিয়েছে, অভিনেত্রী এখনও বিবাহিত নন, তাহলে কোন নতুন জীবন শুরু করতে চলছেন এই সে;ক্সি অভিনেত্রী।
নাকি এর মধ্যেও আছে কোনো রহস্য। এতে কি তিনি তাঁর জীবনের কিছু রহস্যের কথা বলতে চাইলেন! নাকি শুধুমাত্র একটি কথা! তিনি এতে কি বোঝাতে চাইছেন তা কিন্তু স্পষ্ট নয়। তবে ছবিটি কিন্তু দারুণ হিট হয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে।
তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাদা কালো বর্ণের একটি ছবি দিয়েছিলেন, যেখানে লেখা ছিল ‘Hello darkness my old friend’, একের পর এক তাঁর রহস্যজনক স্ট্যাটাস নিয়ে উদ্বিগ্ন নেটজনতা।
কবে খুলবে এই জট তা জানা নেই কারুরই। যদিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। হট প্যান্ট, বি;কি;নি লুকে এক্কেবারে উত্তপ্ত ফিগারে ধরা দেন তিনি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার অলিগলি!
সকালে ঘুম থেকে উঠেই ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে ঋতাভরী চক্রবর্তীর ছবিতে চোখ আটকায় আট থেকে অষ্টাআশীর। যিনি নিজেকে বরাবরই করে তুলছেন উষ্ণ থেকে উষ্ণতর।
উল্লেখ্য, যে কজন বাঙালি অভিনেত্রী এখন নেট দুনিয়ায় আগুন ঝরান নিঃসন্দেহে ঋতাভরী চক্রবর্তী তাঁদের মধ্যে অন্যতম। বাঙালি পুরুষদের মধ্যে বুকে ঝড় তোলে এই সুন্দরী মডেল তথা বাঙালি অভিনেত্রীর ছবি।
মূলতঃ স্টার জলসা খ্যাত ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’র হাত ধরে তাঁকে চিনেছিল দর্শকরা। এমনকি ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি বিজ্ঞাপনও করেছেন বাংলার এই অভিনেত্রী।
ঋতাভরী একদিকে যেমন সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয়, তেমনি সোশ্যাল সাইটেও নেটিজেনদের কাছে নয়নের মণি তিনি। ট্র্যাডিশনাল বা পশ্চিমী পোশাকেও সমান সাবলীল তিনি। প্রায়শই দেশে-বিদেশে ঘুরতে গিয়েও ছবি পোস্ট করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ও প্রধান চরিত্রে ঋতাভরী চক্রবর্তী অভিনীত ব্রহ্মা জানেন গোপন কম্মটি। সেখানে গোড়া পুরুষতান্ত্রিক সমাজে বিভিন্ন বাধা পেরিয়ে এক মহিলার পৌরহিত্য করার চিত্র তুলে ধরা হয়েছিল এই ছবিতে। খুব জনপ্রিয়তাও লাভ করেছে ঋতাভরী এই ছবি।
Leave a Reply