উন্মুক্ত নাভি;স্বল্প পোশাক! পাহাড়ি আবহে অসাধারন নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

দাইয়া দাইয়া গানটা শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে একটা চেনা ছবি। বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই আর তার অসাধারণ নাচ। অলকা ইগাগ্নিকের সুরেলা কন্ঠের জাদু আর রাই সুন্দরীর অসাধারণ নাচের কম্বিনেশন। আর এই গানের সঙ্গে নাচের লোভ সামলাতে পারেন না তাবড় তাবড় নৃত্যশিল্পী থেকে সেলিব্রিটিরাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গানের সঙ্গে একটি দুর্ধর্ষ কোরিওগ্রাফি।

নেজা চৌধুরী নামটা শুনতে অচেনা লাগলেও তার নাচের মাধ্যমে তিনি নেটিজেনদের কাছে সুপরিচিত। কখনো বেলি ড্যান্স আবার ভরতনাট্যম,সবক্ষেত্রেই সাবলীল নেজা। এবার নেজার নিবেদন দাইয়া দাইয়া।

খোলা আকাশের নীচে গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে তাক লাগিয়ে দিয়েছেন নেজা। কেবল নাচ নয় তার সঙ্গে দুর্দান্ত এক্সপ্রেশন আর অঙ্গভঙ্গি একেবারে পাওয়ার প্যাক পারফরম্যান্স। তবে ঐশ্বর্যর মত লাল ফুলস্লিভ টপ আর বেলবর্স প্যান্ট নয় বরং লাল রঙের ব্লাউস আর কালো রঙের লং স্কার্ট পরে মাতিয়ে দিয়েছেন তিনি।

খুব ছোটবেলা থেকেই নাচের প্রতি অনুরাগ নেজার। সেই মত প্রস্তুতি নিয়েই শুরু হয়েছিল পথচলা। তারপর ঝুলিতে আসে একের পর এক সাফল্য।

এবার বিশ্বের দরবারে নিজেকে তৈরি করতে চায় নেজা। আর তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। মাত্র কয়েক দিনের মধ্যেই ৫ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে এই নাচের ভিডিও।নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও শেয়ার করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া মানেই প্রতিভা বিকাশের এক অন্যতম মাধ্যম। ইদানিং নিজেদের সুপ্ত ট্যালেন্ট বিকশিত করার জন্য অনেকেই বেছে নেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব কে।আর কোনো সংকোচ বা লজ্জা নয় বরং নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসার পথকে আরো সুগম করে এই সামাজিক মাধ্যম। যেমনটা হয়েছে নেজার ক্ষেত্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*