গত বছরেই মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। পুত্রসন্তান ইউভান (Yuvan) পা দিয়েছে এক বছর বয়সে। এর মধ্যেই শুভশ্রী আবারও ফিরেছেন শুটিং ফ্লোরে।
এই মুহূর্তে শুভশ্রী ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন। এছাড়াও তিনি শুরু করে দিয়েছেন বাবা যাদব (Baba yadav) পরিচালিত একটি ফিল্মের শুটিং। এই ফিল্মে শুভশ্রীর বিপরীতে অভিনয় করছেন অঙ্কুশ (Ankush Hazra)।
একসময় ট্রোল হয়েছিলেন মাতৃত্বকালীন ওজন বৃদ্ধির কারণে। এবার সেই ট্রোলিং-এর জবাব দিলেন শুভশ্রী। ইন্সটাগ্রামে শেয়ার করলেন ছবি।
শুভশ্রীর শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে সবুজাভ ও রূপোলি রঙের মিশেলে সাইড স্লিটেড গাউন। অফ শোল্ডার গাউনটিতে শুভশ্রীকে যথেষ্ট সুন্দর লাগছে। তার সাথে ঠোঁটে হালকা লাল লিপস্টিক। কাঁধ অবধি চুল ছেড়ে রাখা।
লাল রঙের ব্যাকগ্রাউন্ডে রয়েছে অনেকগুলি ক্রুশ আটকানো। ছবিটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন উজ্জ্বলতার কথা। শুভশ্রীর এই ছবিটি অত্যন্ত পছন্দ হয়েছে শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharya)-র।
Leave a Reply