বড় পর্দায় অভিনয় করতে বিশেষ দেখা না গেলেও সব সময় তাদের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার। সেরমই সম্প্রতি দেবলীনা কুমার (Devlina Kumar) যিনি ‘মহানায়ক উত্তম কুমার’ এর নাতবৌ হিসাবেই পরিচিত । বিখ্যাত গানে নাচ করে ফের ভাইরাল হলেন।
নাচের জন্যই দেবলীনার বেশি নাম। ‘গোত্র’ সিনেমায় ‘রঙ্গবতী ও রঙ্গবতী’ গানে নাচ করেছিল সে যা দর্শকের খুব পছন্দ হয়। জি বাংলার জনপ্রিয় টিভি শো ‘ডান্স বাংলা ডান্স'(Dance Bangla Dance) অনুষ্ঠানে তিনি গুরুর ভূমিকা পালন করছেন।
সেখানেই তিনি বিখ্যাত গান ‘পরম সুন্দরী'(Param Sundari) গানে নাচ করলেন এবং ইনস্টাগ্রাম রীলসে ছেড়েছেন।
গোপাপী রঙের লেহেঙ্গা ও নীল রঙের বেনারসি ওড়নার সাথে তার নাচটি হয়েছে দুর্দান্ত। খুব সুন্দর স্টেপ ও এক্সপ্রেশন দিয়েছে তিনি। খোলা চুল ও মাথায় বড় টিকলি সম্পূর্ণ নায়িকা বেশে দেখা গেল তাকে।
অভিনয় থেকে দূরে থাকলেও তিনি নাচ থেকে এক মুহূর্ত দূরে থাকেন না।
এই নাচ খুব প্রশংসা কুড়োচ্ছে সব জায়গায়। নাচের রিয়ালিটি শোয়ের ফ্লোরে এরম নাচ সমস্ত প্রতিযোগীকে চিন্তায় ফেলবে মজা করে লিখেছেন অনেকে। ভবিষ্যতে তিনি নাচ নিয়েই থাকবেন নাকি অভিনয় বা অন্য কোনো দিকেও এগোবেন এখন সেটাই দেখার।