২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে প্রথমবার একসাথে অভিনয় করেছিল অঙ্কুশ-শুভশ্রী জুটি। তারপরে যদিও আর স্ক্রিন শেয়ার করেননি। তবে দুজনের বন্ধুত্বের কথা সবারই জানা আছে। যে কারণে তাদের বন্ধুত্ব হামেশাই নজরকাড়ে দর্শক মহলে। আর বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’ আবার একবার এই দুই বন্ধুকে নিয়ে এসেছে কাছাকাছি। সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে সেই সূত্র ধরেই দুজনের একটি ভিডিও হয়ে উঠেছে তুমুল ভাইরাল।
শুটিংয়ের ফাঁকেই হাপুস হুপুস্ করে বার্গার খাচ্ছিলেন অঙ্কুশ । পেছন থেকে এসে শুভশ্রী বলেন ‘কী করছিস তুই?’ খেতে খেতেই অঙ্কুশ বলে ওঠেন ‘আমি চিজ খাচ্ছি’।
এই শুনে বিরক্তির সুর চড়িয়ে বলেন ‘ইশ, এতো নোংরা কেন রে তুই? এভাবে খাচ্ছিস কেন?’ তবে অঙ্কুশের উত্তর শুনলে রীতিমতো আপনারও হাসি পাবে। সে বলেন ‘কতক্ষণ জলখাবার খাইনি আমি। দে, মুখটা একটু পরিষ্কার করে দে’। তবে সবশেষে নায়িকার উত্তর ‘আমি নোংরুটেদের পরিষ্কার করতে পারব না’।
এই ভিডিওর থেকেই তাদের বন্ধুত্বের ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। এবারের ডান্স বাংলা ডান্স শোয়ের বিচারক প্যানেল তৈরী হয়েছে ত্রিকোণ নারী শক্তি নিয়ে যেখানে থাকবেন শুভশ্রী, শ্রাবন্তী চ্যাটার্জী এবং মুম্বইয়ের বাঙালি নায়িকা মৌনি রায়। পাশাপাশি ১০ বছর পরে মিঠুন চক্রবর্তী মহাগুরুর আসনে ফিরে এসেছেন। আর সঞ্চালোকের ভূমিকায় অঙ্কুশ হাজরা থাকবে সেটা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন।
শুভশ্রীর প্রথম ওটিটি রিলিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ কিছু দিনের মধ্যেই রিলিজ হবে হইচইয়ের মাধ্যমে। নায়িকার প্রথম লুক নিয়েই ব্যাপক সরগরম ছিল নেটপাড়া। অন্যদিকে বাবা যাদবের পরিচালনায় অঙ্কুশ ও শুভশ্রী একটি সিনেমায় কাজ করেছেন তবে সেটা এখনও মুক্তি পায়নি। মুক্তি পাওয়া অঙ্কুশের শেষ ওয়েব সিরিজ ‘শিকারপুর’ দর্শকমহল থেকে প্রশংসা কুড়িয়েছেন। তবে আপাতত দর্শকরা মশগুল শুভশ্রী ও অঙ্কুশের খুঁনসুটি দেখতে।