আর কখনও গাইতে পারবেন না বাপ্পি লাহিড়ী। হারিয়েছেন গলার স্বর।পড়ুন বিস্তারিত

আশির দশকের তাঁর উত্থান বলিউডের সঙ্গীতমহলে, তাঁর সৃষ্টি হিন্দি ছবির এক একটা গানে বুঁদ হয়েছিল গোটাভারত। তাঁর সুরের জোরে গোটা ভুবনজোরা তাঁর নাম। কিন্তু আজ তিনিই কিনা সুরহারা।

হ্যাঁ, কথা হচ্ছে পুরো আস্তো একটা সোনার দোকান থাকে যার শরীরে সেই বিখ্যাত সুরকার বাপ্পি লাহিড়ীকে নিয়ে। শোনা যাচ্ছে, তিনি নাকি হারিয়েছেন গলার স্বর। বলতে পারছেন না কথাও! এমনকি তাঁর পুত্র সুরকার বাপ্পা লাহিড়ীও এমনটা বলছেন।

একসময় মিঠুন চক্রবর্তীর লিপে শুধু বাপ্পিদার গানই যেতো। প্রচুর সুপারহিট ছবিতে তাঁর সৃষ্টি সুর এবং গাওয়া গান আজও টাটকা। এমনকি তাঁর সুর এখনো নিরাশ করেনা আমাদের, তাইতো বছর কয়েক আগেই ‘দ্য ডার্টি পিকচার’, ‘গুন্ডে’ ছবিতে তাঁর গাওয়া গানে নেচে উঠেছিল দর্শক। কিন্তু কেন গাইতে পারবে না বাপ্পিজী?

তাঁর কন্ঠের সুর কোথায় গেল! যদিও কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। তবে এখনো তিনি সুস্থ নন, তার মধ্যেই ইন্ডাস্ট্রিতে জোর গুজব, করোনার কারণেই নাকি গলার সুর হারিয়েছেন বাপ্পিজী। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তাঁকে

তাঁকে কিছু মানুষ গেলেও তাঁদের সঙ্গে কথা বলেননি বাপ্পি। এমনকি তাঁর শরীর সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। আর অন্যদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরে বাবার খেয়াল রাখতে শুরু করেছেন তিনি। যদিও ফুসফুস সংক্রান্ত বেশকিছু আগে থেকেই ছিল এই বর্ষীয়ান সুরকারের।

সেইজন্যই ডাক্তাররা তাঁকে কথা বলা না বলতে না করেছে। যদিও ছেলে সরাসরি কিছুনা বললেও তাঁর হাবেভাবে ভালোই বোঝা যাচ্ছে কোভিড হওয়ার পর থেকেই ঝিমিয়ে গিয়েছেন বাপ্পি। সঙ্গে রয়েছে হাঁটু ব্যথাও, সবকিছু মিলিয়ে শারীরিক জটিলতার কারণে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*