মুম্বই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়ে গত শনিবার দুরন্ত জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । তবে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আরসিবি-র জয়ের রাতেও তাদের অস্বস্তির কারণ হয়েছে দলের মহাতারকা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বিতর্কিত এলবিডব্লিউ আউট।
মুম্বইয়ের ১৫১ রান তাড়া করে বেঙ্গালুরু হেসে খেলে ৭ উইকেটে ম্যাচ বার করে নেয়। আরসিবি-র হয়ে ওপেন করতে নেমেছিলে অনুজ রাওয়াত ও অধিনায়ক ফাফ দু প্লেসিস।
ফাফ ২৪ বলে ১৬ রান করে ফিরে যান। এরপর অনুজ ও বিরাট কোহলি দায়িত্ব নিয়ে মুম্বইয়ের নির্বিষ বোলিংয়ের বিরুদ্ধে চুটিয়ে ব্যাটিং প্র্যাকটিস করে নেন। অনুজ ৪৭ বলে ৬৬ করে আউট হয়ে যান।
কোহলি করেন ৩৬ বলে ঝকঝকে ৪৮। মাত্র দুই রানের জন্য চলতি মরশুমের প্রথম হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় বিরাটের। বিরাট চেয়েছিলেন জিতিয়েই মাঠ ছাড়তে। কিন্তু ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ওরফে ‘বেবি এবি’ (Baby AB) বিরাটকে এলবিডব্লিউ করে দেন!
ম্যাচে ১৯তম ওভারে বল করতে আসেন ব্রেভিস। আর প্রথম বলেই তিনি বাজিমাত করেন। ব্রেভিসের এলবিডব্লিউ আবেদনে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে মাঠের আম্পায়ার বীরেন্দর শর্মা আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।
— Maqbool (@im_maqbool) April 10, 2022