“আমি প্রেগনেন্ট” সোশ্যাল মিডিয়ায় নিজের ফোলা পেট দেখালেন উরফি, তবে বাবা কে ?

মা হতে চলেছেন উরফি জাভেদ? উন্মুক্ত পোশাকে নায়িকার বেবি বাম্প উঁকি দিচ্ছে, এমন কানাঘুষো নেটমাধ্যমে শুরু হতে বোমা ফাটালেন উরফি। নিজেই ঘোষণা করলেন তিনি ‘প্রেগন্যান্ট’। খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে হামেশাই চর্চায় থাকেন উরফি। তবে এবার কি বিয়ের আগেই মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই ইন্টারনেট সেনসেশন?

জল্পনার সূত্রপাত উরফির রবিবাসরীয় পোস্টকে ঘিরে। সাদা বিকিনিতে উরফি, চারপাশে মোটা সুতো আর তার দিয়ে নিজেকে ঘিরেছেন অভিনেত্রী। তবে বোল্ড অবতারের পাশাপাশি এই ভিডিয়ো নিয়ে শোরগোল শুরু হয় অন্য কারণে। উরফির টোনড বডি সকলেই দেখেছে, তবে এই পোস্টে উরফির খোলা পেট বেশ স্ফীত দেখাচ্ছিল।

যা দেখে অনেকেই লেখেন, ‘এ কী দেখলাম! উরফি প্রেগন্যান্ট নাকি?’ কয়েকজন তো রীতিমতো ঘোষণাই করে দেন, ‘নির্ঘাত মা হতে চলেছে উরফি’। সত্যিটা কী অবশেষে খোলসা করলেন উরফি নিজে। তবে সোজা কথার মানুষ মোটেই নন উরফি। তাই তো নেটিজেনদের মোক্ষম জবাব দিতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফোলা পেটের ছবি আপলোড করেন নায়িকা। স

ঙ্গে লেখেন, ‘আজকাল সমান পেট মিথ হয়ে গিয়েছে। ফলে একটু চর্বি থাকলে খুব বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই।’ এরপর উরফি আরও বিস্ফোরক। লেখেন, ‘আমার পিরিয়ড শুরুর প্রথম দিনে শ্যুটটা করেছি। ফলে একটু ব্লোটেড ছিলাম। তাই সেমি-প্রেগন্যান্ট লাগছে আমাকে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *