বলিউডে তাঁর একের পর এক প্রেমের কাহিনি। বান্ধবীদের নিয়ে চর্চাও লাগাতার। সালমান খান নিজেই নাকি বলেছিলেন, একই বান্ধবীতে বেশি দিন মন ভরে না! টিনসেল নগরীতে তিনি বরাবরের ‘প্রেমিক মানুষ’! সোমি আলি থেকে ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফ থেকে লুলিয়া ভন্তুর—
তাঁর একের পর এক প্রেমিকাকে নিয়ে চর্চায় মেতেছে বলিউড। আর তার রসদ জুগিয়েছেন ‘ভাইজান’ নিজেই। কখনও ভালবাসায়, কখনও বিবাদে। এ হেন সালমান খান নাকি নিজেই কবুল করেছিলেন, একই মেয়ের প্রেমে বেশি দিন মন মজে না তাঁর!
৫৬ বছরের ‘তরুণ’ নায়ককে নিয়ে এমন নতুন তথ্য ফাঁস করেছেন তাঁর প্রথম সাড়াজাগানো ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র নায়িকা! এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী নিজেই প্রকাশ্যে এনেছেন সালমানের প্রেমিকাদের এমন দীর্ঘ তালিকার নেপথ্য রহস্য!
সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন, “সালমান এক বার বলেছিল, ও চায় না ভাল মেয়েরা ওর প্রেমে পড়ুক। এমন অদ্ভুত কথার কারণ জানতে চাইলে ও সোজা বলে, ‘আমি ভাল লোক নই!’ তার পরেই সালমান জানায়, ওর নাকি বেশি দিন একই মেয়ের সঙ্গে সম্পর্কে থাকতে ভাল লাগে না। কিছু দিন একসঙ্গে কাটালেই বোর হয়ে যাই। আর এমন স্বভাব যত দিন না পাল্টাতে পারব, তত দিন চাই না কেউ আমার খুব কাছাকাছি আসুক। তাই প্রেমে পড়লেও বেশি জড়াই না তাতে।”