আমি কাজের সময় আসে পাশের সব জিনিস লক্ষ্য রাখি আর স্পঞ্জের মতো সব শুষে নি, এমনটাই জানালেন কিয়ারা!!

বিয়ের পর একান্তে একটু সময় কাটাবেন, সে ফুরসতও নেই। কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের নবদম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। এই তো নতুন একটি ছবির কাজে হায়দরাবাদে উড়ে গেলেন বিটাউন রূপসী। নাম ঠিক হওয়া ছবিটির প্রাথমিক নাম ‘আরসি-ফিফটিন’।

নানা কারণেই ‘আরসি-ফিফটিন’ কিয়ারার জন্য বিশেষ ছবি। তাঁর ক্যারিয়ারের এটা প্রথম প্যান ইন্ডিয়া ছবি। আবার এটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক এস শঙ্কর। তার ওপর ছবিতে কিয়ারার নায়ক দক্ষিণি সুপারস্টার রাম চরণ।

সব মিলিয়ে দারুণ উত্তেজিত কিয়ারা, ‘এই ছবির গল্প আর আমার চরিত্র নিয়ে আমি এখনই বেশি কিছু বলতে পারব না। শুধু বলতে পারি যে এই ছবিকে ঘিরে আমি দারুণ রোমাঞ্চিত।’ তিনি আরও বলেন, ‘ছবিটি দর্শককে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে। এক অন্য দুনিয়ার কাহিনি নিয়ে ছবিটা। আমরা সবাই জানি যে এস শঙ্কর তুখোড় পরিচালক।

যেকোনো কাহিনি আর চরিত্রকে তিনি জীবনের থেকে বড় আকারে বানাতে পারেন। তিনি এক জাদুকরের মতো। তাঁর সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখার সুযোগ। আর নিজেকে আরও বেশি সমৃদ্ধ করা।’ কিয়ারা বলেন, ‘সেটে আমি একটা স্পঞ্জের মতো থাকি। আশপাশে যা ঘটছে, লক্ষ রাখি আর স্পঞ্জের মতো শুষে নিই। গত বছর নভেম্বরে এই ছবির কিছু অংশের শুটিং করেছিলাম।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*