আমিও গাঁজা খেতাম , আরিয়ানের পাশে সালমানের প্রাক্তন প্রেমিকা ।

বলিউড বাদশাহ শাহরুখপুত্রের পাশে দাঁড়িয়েছেন সালমান খান, হৃতিক রোশন, পূজা ভাটসহ বলিউডের অনেকেই। সে তালিকায় এবার নাম লেখালেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সোমি আলি। ইনস্টাগ্রামে আরিয়ানের সমর্থনে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন সোমি। সেখান থেকেই উঠে এলো একাধিক বিস্ফোরক তথ্য।

‘কম বয়সীরা কি মাদক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে না?’, প্রশ্ন তুলেছেন সোমি। তিনি লিখেছেন, ‘দেহ ব্যবসার মতোই মাদক সেবনও সমাজের একটা অংশ হয়ে থাকবে। তাই এই দুটিকে যেন আর বেআইনি না বলা হয়।’

সোমি মনে করেন, কাঁচা বয়সের আরিয়ান ভালো-মন্দ না বুঝেই এই কাজ করে ফেলেছেন। আরিয়ানের সমর্থনে লিখতে লিখতে সোমি ফিরে গিয়েছেন অতীতে। লিখেছেন, ‘যখন আমার বয়স ১৫ বছর, তখন আমিও গাঁজা গেয়েছিলাম। পরে আবার দিব্যা ভারতীর সঙ্গেও ‘আন্দোলন’ ছবির কাজের সময় গাঁজা খেয়েছি। এ নিয়ে আমার কোনো আফসোস নেই।’

সোমি তার দীর্ঘ পোস্টে দেশের আইন ব্যবস্থার ওপর ক্ষোভ ঝাড়েন। ‘ধর্ষক এবং খুনিদের কেন এভাবে পাকড়াও করা হচ্ছে না, জানতে চেয়েছেন সোমি।

শাহরুখ-গৌরীকে নিজের সমবেদনা জানিয়ে সোমি বলেন ‘আরিয়ান তুমি কোনো ভুল করনি, সুবিচার হবেই।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*