টলিপাড়ায় তরুণ অভিনেতা-অভিনেত্রী বা অভিনেত্রী-পরিচালক জুটির ছড়াছড়ি। অনেকে আবার ‘পাওয়ার কাপল’ এর তকমাও পেয়েছেন। কিন্তু তাদের সবাইকে অভিজ্ঞতা এবং জনপ্রিয়তায় টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন দীপঙ্কর দে এবং দোলন রায়।
যখন লিভ ইন রিলেশনশিপ ট্রেন্ডিং বিষয় ছিল না, সমাজের চাপ অনেক বেশি মাত্রায় ছিল, সেই সময়েও ভালবাসার জোরে নিজের থেকে বয়সে ঢের বড় ‘টিটোদা’র সঙ্গে এক ছাদের তলায় থেকেছেন দোলন। ২০২০ সালে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কটাকে আইনি রূপদান করেছেন তাঁরা।
এখন সমাজের চোখেও তাঁরা স্বামী স্ত্রী। বিনোদন দুনিয়ার বিরুদ্ধে যখন বারবার সম্পর্ক ভাঙার অভিযোগ ওঠে, তখন একে অপরের হাত আরো শক্ত করে আঁকড়ে ধরেন দীপঙ্কর দোলন। আরো অনেকগুলো বছর একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখেন তাঁরা। কিন্তু এতগুলো বছরে একটা আক্ষেপ রয়েই গিয়েছে দোলনের। মা হতে পারেননি তিনি।
‘অপুর সংসার’এ শাশ্বত চট্টোপাধ্যায়ের সামনে মনের দুঃখের কথা বলেই ফেলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, মেয়ের মা হতে খুব ইচ্ছা হয় তাঁর। অনেক ছোট বয়স থেকে মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। নিজের মায়ের বয়স হয়ে গিয়েছে।