: আমার পিছু নিতে লোক ভাড়া করছো? শুধরে যাও নাহলে বাড়ি গিয়ে পেটাব : কঙ্গনা

বি-টাউনে তাঁর নাকি শত্রুর অভাব নেই! এমনটাই মনে করেন কঙ্গনা রানাওয়াত। যেকারণে মাঝে মধ্যেই বলিপাড়ার কোনও না কোনও তারকার উপর চোটপাট করতে দেখা যায় কঙ্গনাকে। রবিবারের পর সোমবারও সকাল সকাল বেজায় চটে লম্বা একখানা ইনস্টাস্টোরি পোস্ট করেছেন বলিউডের ‘কুইন’। এবার কী অভিযোগ কঙ্গনার? কে-ই বা তাঁর নিশানায়?

এবার কঙ্গনা রানাওয়াতের অভিযোগটা ভীষণ গুরুতর। রবিবার ইনস্টাস্টোরিতে ‘কুইন’-এর দাবি ছিল, তাঁর উপর গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছে। সোমবার কঙ্গনা ফের লেখেন, ‘আমি রবিবার নজরদারির অভিযোগ করার পরই আজ দেখছি, কেউ আর আমার পিছু নিচ্ছেন না। ’ তাঁর পাল্টা হুঁশিয়ারি, ‘তোমরা গ্রামের দেহাতি কারোর মুখোমুখি কখনও হওনি। ভালোয় ভালোয় শুধরে যাও, নাহলে বাড়িতে ঢুকে মারব। লোকে আমায় পাগল বলে, কিন্তু জানে না আমি কত বড় পাগল।’

রবিবার কঙ্গনার অভিযোগ ছিল, তিনি যেখানেই যাচ্ছেন, তাঁর উপর ক্যামেরা তাক করে লাগানো রয়েছে। শুধু রাস্তা নয়, বিল্ডিং, পার্ক, বাড়ির ছাদেও নজরদারি চলছে। ক্যামেরায় আলাদা করে জুম লেন্স লাগানো হয়েছে। তাঁর কথায়, ‘সকলেই জানেন, পাপারাৎজিদের টাকা দিলে তারকাদের তাঁরা পিছু নেন, কিন্তু আমি বা আমার টিম কেউ তাঁদের টাকা দিচ্ছে না, তাহলে কে আমার উপর ক্যামেরা তাক করার জন্য তাঁদের টাকা দিচ্ছেন?

ভোর সাড়ে-৬টায় উঠে ওঁরা আমার পিছু নিচ্ছেন, আমি কখন, কবে , কোথায় যাচ্ছি, এই সময় সূচি পাচ্ছেনই বা কীভাবে? আর আমার ছবি তুলে সেই ছবিগুলো দিয়ে তাঁরা কীই বা করবেন? রবিবার সকালে আমি আমার কোরিওগ্রাফির ক্লাস শেষ করেছি, তখন কাউকে স্টুডিওতেও আসতে বলা হয়নি, তারপরেও রবিবার সকাল সকাল পাপারাৎজি এসে হাজির।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *