গতম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি। এই ম্যাচেও দুরন্ত ছন্দে ছিলেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু ম্যাচ শেষে একটাই আফসোস তাঁর। অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে ভারতের এই তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের।
আর সেই আফসোসটাই ম্যাচ শেষে চাহালের মুখে শোনা গেল। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের আনন্দটা অবশ্য সেই আফসোস অনেকটাই মিটিয়ে দিয়েছে তাঁর। এবার দুরন্ত ছন্দে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। এই পারফরম্যান্সই ধরে রাখতে চান তিনি।
এদিন ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৩ রানে হারিয়ে আইপিএলের মঞ্চে পরপর দু ম্যাচই জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর সেই মঞ্চেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালও।।
তাঁর শেষ ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ মিস না করলে হ্যটট্রিকটা হয়ত করে ফেলতে পারতেন যুজবেন্দ্র চাহাল। যদিও শেষপর্যন্ত তা হয়নি। আর সেই আফসোস তখন থেকেই ছিল যুজবেন্দ্র চাহালের মধ্যে। তবে মুম্বইকে হারাতে পেরে এখন তাঁর আফসোস খানিকটা হলেও মিটেছে।
ম্যাচ শেষে এই প্রসঙ্গেই যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, “হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করে একটু খারাপ লাগছে, তবে ঠিক আছে। এসবই খেলার অঙ্গ। তবে এইজয়টা আমাদের খুব দরকারী ছিল।
জিততে পেরে খুশি। অবশ্যই আমি যদি হ্যটট্রিকটা করতে পারতাম তবে আনন্দ তো লাগতই। কারণ আমার এখনও পর্যন্ত কোনও হ্যাটট্রিক নেই”।
য়াহাল আরও জানিয়েছেন, “এদিন আমাদের পরিকল্পনা ছিল যতক্ষণ পিচে টার্ণ ও বাউন্স থাকবে ততক্ষণ নতুন ব্যাটারকে গুগলি দেওয়া। প্রথমে আমি খেলার পরিস্থিতি বুঝেছি। তারপর ঠিক করেছি আমার কী করা উচিত্। ডট বল করা নাকি উইকেট নেওয়ার লক্ষ্যে যাওয়া উচিত্, সেটাই ঠিক করেছিলাম”।
এদিন টস জিতে রাজস্থান রয়্যালসকেই প্রথম ব্যটিংয়ের সুযোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আর সেই সুযোগটাই একেবারে কাজে লাগিয়েছিলেন সঞ্জু স্যামসনরা।
শুরু থেকেই এদিন দুর্ধর্ষ ছন্দে ছিলেন জস বাটলার। এবারের আইপিএলে প্রথম শতরানটা আসে তাঁরই ব্যাট থেকে। সেইসঙ্গে রাজস্থান রয়্যালসও করেছিল ১৯৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স লড়াই করলেও শেষরক্ষা করতে পারেননি। রাজস্থান রয়্যালসের বোলাররাও এদিন ছিলেন ফর্মে। বিশেষ করে মিডল ওভারে চাহাল ও অশ্বিনের ওভারটাই মুম্বইকে আরও চাপে ফেলে দিয়েছিল।
মুম্বই ইন্ডিয়ান্সের সেরা দুই তারকা টিম ডেভিড এবং ড্যানিয়েল স্যামসরে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন যুজবেন্দ্র চাহালই। এরপরই অবশ্য এসেছিল তাঁর হ্যাটট্রিকের সুযোগটা। কিন্তু ভাগ্যের পরিহাসে সফল হননি যুজবেন্দ্র চাহাল।
কিন্তু তাঁর পরপর সেই দু উইকেট মুম্বই ইন্ডিয়ান্সের হারের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। আর ১৭০ রানেই শেষ হয়ে যায় এদিন মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ রানেই এদিন ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।