আবারও হিন্দি সিনেমায় ফিরতে চলেছেন ঋতুপর্ণা, ৯০ দশকের এই হিরোর সাথে বাঁধবেন জুটি!

বাংলা ছবি নিয়ে ব্যস্ততার মধ্যেই আবারও হিন্দি সিনেমায় ধরা দিতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৯০-এর দশকের অতি পরিচিত মুখ দীপক তিজোরির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। এই প্রথম নয়, এর আগে অন্তত ৩৩টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। ‘ম্যায়, মেরি পত্নী অর ওয়ো’। বক্সঅফিসে হয়তো সেভাবে সাড়া ফেলতে পারেনি।

তবে ঋতুপর্ণা অভিনীত ছবিটি বিশ্লেষক ও দর্শকদের প্রশংসা কুড়োতে সফল হয়। আর এবার প্রথমবারের জন্য দীপক তিজোরির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এককথায়, ঋতুপর্ণার হাত ধরেই বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘আশিকি’, ‘সড়কে’র মতো সুপারহিট ছবির অভিনেতা দীপক। অভিনয় থেকে দূরে থাকলেও অবশ্য পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

মঙ্গলবার ছবির বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানান এই খবর। লেখেন, দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন দীপক তিজোরি। ‘ইতর’ ছবিতে দীপককে নয়া অবতারে দেখা যাবে। এই প্রেমকাহিনিটির পরিচালনা করবেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বীণা বক্সি। তরণ আদর্শ আরও জানান, অভিনয়ের পাশাপাশি একটি অ্যাডভেঞ্চার-থ্রিলার ছবি পরিচালনাও করছেন দীপক। রাজু চাধা ও দীপক তিজোরি প্রযোজিত ‘টিপসি’ ছবিটিতে রয়েছেন পাঁচ অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত মায়াকুমারী। এখনও বেশ কিছু সিনেমা হলে রমরমিয়ে চলছে ছবিটি। তারই মধ্যে জানা গেল, আবারও বলিউডে পাড়ি দিচ্ছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। ‘ইতর’ ছবির মোশন পিকচারও প্রকাশ্যে এনেছেন ফিল্ম ক্রিটিক। প্রথম ঝলক দেখে বলে দেওয়াই যায়, এটি একটি পরিণত প্রেমকাহিনি। শীঘ্রই মুক্তি পাবে ছবির ট্রেলার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *