চল কুন্তল’ ছবি দিয়ে প্রথম পর্দায় আগমন ঘটেছিল তাঁর। তাঁর মিষ্টি হাসি টানাটানা চোখ দেখে অনেকেই ভেবেছিলেন স্বর্ণযুগের কোনো নায়িকা ফিরে এসেছে।
কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। অভিনেত্রীর পাশপাশি তিনি একজন খুব ভালো নৃত্যশিল্পীও বটে। আপাতত ‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চে নৃত্যগুরুও আসন সামলাচ্ছেন তিনি।
২০১৬ সালে ‘প্রাক্তন’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর বোন এর চরিত্রে অভিনয় করে বেশ নজরে আসেন তিনি। এরপর সেই দৌলতেই একের পর এক ছবিতে তিনি কাজ করেন।
নিজের অভিনয় দক্ষতা ও মিষ্টি স্বভাবের গুনে অল্প কয়েকদিনের মধ্যেই বেশ পাকাপাকি ভাবে জায়গা করে নেয় টলিপাড়ায়। তবে, অভিনয়ের পাশপাশি মাঝে মধ্যেই তাঁর হট ও বোল্ড লুক নজর কাড়ে সকল নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ তিনি।
তাঁর পোস্ট করা ছবিতে যেমন প্রশংসার বন্যা বয় তেমনি আবার মাঝে মধ্যেই নানান কুরুচিপূর্ণ মন্তব্যেরও শিকার হন অভিনেত্রী। তবে, এসব ব্যাপার নিজেই বেশ একাহাতে সামলে নেন তিনি। সম্প্রতি দেবলীনা নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে তাঁকে গানে নাচ করতে দেখা যাচ্ছে।
দেবলীনার পরণে রয়েছে কালো রঙের ব্রালেট ও কালো শাড়ি। ঘরের মধ্যেই দূর্দান্ত ভঙ্গিমায় নেচে চলেছে সে। সম্প্রতি দেবলীনার পোস্ট করা এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।