সোশ্যাল মিডিয়ায় তারকাদের হেনস্থা করা কোনও নতুন ব্যাপার নয়। এমনকী তারকাদের ছবির তলার নীচে গিয়ে আলটপকা মন্তব্য করে আসার সুযোগও ছাড়েন না কেউ কেউ। আর মাঝে মাঝে এই ধরনের ঘটনা শালীনতার সব মাত্রা ছাড়িয়ে যায়। ঠিক তেমনই হল শ্রুতি হাসানের সঙ্গেও।
শ্রুতি প্রায়শই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন, লাইভের পাশাপাশি প্রশ্নোত্তর সেশনও রাখেন। আর সেখানেই এক নাট-নাগরিক তাঁর কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি কি ভার্জিন?’
যার জবাবে শ্রুতি লেখেন, ‘বানান আমার বন্ধু বানান। তুমি যদি নোংরা বা অদ্ভুত হতে চাও, তার আগে বানান শিখে আসো।’ প্রসঙ্গত, শ্রুতিকে কটাক্ষ করা সেই ব্যক্তি ‘virgin’-এর পরিবর্তে লিখেছিলেন ‘verjain’। আরও পড়ুন: ‘গালি দিলেই মারব’, বজরং দলের হুমকি, জয় শ্রীরাম ধ্বনিতে বাতিল এমসি স্ট্যানের শো
তবে বেশ কিছু ভালো প্রশ্নও পেয়েছিলেন শ্রুতি। একজন জিজ্ঞেস করেন, প্রেমিক শান্তনু হাজারিকার কোন গুণ তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। যাতে অভিনেত্রী জবাব দেন, ‘তাঁর শিল্প’। শ্রুতিকে তাঁর
প্রথম ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে আসে মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লির নাম। আরও পড়ুন: ‘সলমন খানকে খুন করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, নিরাপত্তা কমালেই হত্যা করব’
অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা কমল হাসান এবং অভিনেত্রী সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান। হিন্দি সিনেমা লাক নিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর হে রাম-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। তবে
হিন্দির থেকে তেলেগু-তেই বেশি কাজ করেছেন। বলিউডে শেষ তাঁকে দেখা গিয়েছে ‘গব্বর ইজ ব্যাক’, ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো ছবিতে। অভিনয় কেরিয়ারের পাশাপাশি শ্রুতি একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক গায়িক এবং তার নিজস্ব মিউজিক ব্যান্ড রয়েছে।
শ্রুতিকে শেষ দেখা যায় ‘বেস্টসেলার’ ওয়েব সিরিজে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অর্জন বাজওয়া, গৌহর খানের মতো তারকারা। প্রভাসের সঙ্গে ‘সালার’-এ দেখা যাবে তাঁকে। এ ছাড়াও তাঁর হাতে একগুচ্ছ কাজ।
Leave a Reply