আপনার না পোশাকের প্রাইস ট্যাগ’, বডিকন ড্রেসে, পোশাকের দাম দেখিয়ে রাস্তায় শানায়া

বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর ট্রোলড হলেন বডিকন ড্রেসে প্রাইস ট্যাগ না ছিঁড়ে রাস্তায় বের হওয়ার কারণে। হল খুব কটাক্ষ।

বলিউডের তারকা সন্তানরা অভিনয়ের দুনিয়ায় পা রাখার আগেই শুরু হয়ে যায় তাঁদের নিয়ে চর্চা। সুহানা, খুশি, আরিয়ানদের পাশাপশি এতে নাম রয়েছে শানায়া কাপুরেরও। বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের আদরের মেয়ে শানায়া কাপুর শীঘ্রই চলচ্চিত্র জগতে প্রবেশ করতে চলেছেন বলে খবর।

শানায়া কাপুর এর মধ্যে একদিন দেখা দিয়েছিলেন সবুজ বডিকনে। তখনের একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যেখানে এই স্টার কিডের পিছনে লাগার কোনও সুযোগই ছাড়েনি নেটপাড়া। আসলে শানায়া একটি ‘সেক্সি’ পোশাক পরে রাস্তায় বের হলেও, খুলতে ভুলে গিয়েছেন প্রাইস ট্যাগ। ফলত শুরু হয়ে যায় সমালোচনা। একজন লিখেছেন, ‘আপনি কি একবার পরার পর পোশাক পরিবর্তন করতে চান?’, আরেকজনের মন্তব্য, ‘মানছি সেক্সি লাগছে, তা বলে প্রাইস ট্যাগ দেখাতে হবে!’

আরেকজনের নোংরা মস্করা, ‘এটা কীসের প্রাইস ট্যাগ, আপনার না আপনার পোশাকের’। যদিও অনেকেই শানায়ার পক্ষ নিয়ে লিখেছেন, এরকম অনেকের সাথেই হয়ে থাকে। তাঁদের মতো এই সুন্দরীকে ‘বোল্ড-বিউটিফুল আর সেক্সি লাগছে’ সবুজ বডিকনে। আরও পড়ুন: ২২ বছরে ডেবিউ ছবির ঘোষণা, এক মাসের মধ্যে ৮০ লাখের অডি কিনলেন স্টার কিড শানায়া!

শানায়াকে বলিউডে লঞ্চ করবেন করণ জোহর। আলিয়া, বরুণ, অনন্যা, তারা সুতারিয়ার মতো তারকা-সন্তানদের বলিউডে আত্মপ্রকাশ হয়েছে করণ জোহরের হাত ধরেই। কয়েকদিন আগেই ধর্মা প্রোডাকশনের আগামী ছবি ‘বেধড়ক’-এর ঘোষণা করা হয়েছে। সেখানেই দেখা যাবে শানায়া কাপুরকে। যদিও সিনেমায় কাজ না করলেও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *