‘আপনাকে শাস্তি পেতেই হবে’, দ্যুতির মিথ্যে প্রেগনেন্সির ব্যাপারে জানতেই বড়সড় সিদ্ধান্ত ঋদ্ধির, জমজমাট টুইস্ট ‘গাঁটছড়া’য়, দেখুন ভিডিও

৭.৭ রেটিং নিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে গাঁটছড়া। গত দুই সপ্তাহ মিঠাই-এর দাপটে কিছুটা হলেও জড়োসড়ো হয়ে গিয়েছিল স্টার জলসার এই সিরিয়াল। তবে, আবারও নিজের ফর্মে ফিরছে গৌরব-সোলাঙ্কি-অনিন্দ্য-শ্রীমা। আপনারা জানেন যে খড়ির পাশাপাশি ঋদ্ধিও দ্যুতির মিথ্যে প্রেগনেন্সির ব্যাপারে জেনে গেছে।

আর সেই নিয়েই মানুষের মধ্যে উত্তেজনার সীমা নেই। কারণ একটি প্রোমো থেকে জানা গিয়েছিল যে, ঋদ্ধি খড়িকেই ভুল বুঝেছে আর তাকে সিংহরায় বাড়ি থেকে চিরকালের জন্য বের করে দেওয়ার কথা কলছে। তবে, মানুষের মনে প্রশ্ন ছিল যে, খড়ি কি এর প্রতিবাদ করবে না? সে নিশ্চয় সত্যিটা সকলকে জানাবে।

আর সেটাই হলো। খড়ি একেবারে রাগে ফেটে পরলো। স্টার জলসা গাঁটছড়ার নতুন একটি প্রোমো সামনে এনেছে। যেখানে দেখা গেছে, ঋদ্ধি খড়িকে বলছে যে সে দ্যুতির প্রেগনেন্সির মিথ্যে নাটক করে তার বিশ্বাস

ভেঙেছে। তখন খড়ি চুপ না থেকে সমস্ত সত্যিটা উগড়ে দিয়েছে। খড়ি বলে যে, আমার মায়ের পেটের বোন, সে নিজের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য এমন একটা মিথ্যে নাটক করলো। আমি তাকে বিশ্বাস করে তার জন্য লড়াই করলাম। সবার মতো আমিও ঠকে গেলাম।

কিন্তু তাও তাকে কিছু বলা হচ্ছে না। সব দোষ আমার। এই বাড়িতে যাই হবে একটাই নাম আসবে খড়ি, খড়ি, খড়ি। এরপর দেখা যায় যে, ঋদ্ধি দ্যুতিকে বলছে “আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে দ্যুতি”। আর এই দেখে নেটিজেনদের মধ্যে আনন্দের সীমা নেই। অবশেষে আসল দোষী শাস্তি পাবে শুনে তারা ভীষন খুশি। এখন দেখা যাক দ্যুতিকে ঋদ্ধি কি শাস্তি দেয়। আর এরপর সিংহরায় বাড়িতে দ্যুতির জায়গা হয় কিনা দেখা যাক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *