আদালতের রায়ের পর যশকে নিয়ে ১টি কথা স্বীকার করলেন নিখিল

অবশেষে খারিজ হল নিখিল জৈন এবং নুসরত জাহানের বিয়ে। মানসিক ভাবে অনেক আগেই, এ বার আইনের খাতায় কলমেও তাঁরা আর স্বামী-স্ত্রী নন।

নিখিলের গলায় খুশির আমেজ। আনন্দবাজার অনলাইনকে নুসরত জাহানের প্রাক্তন স্বামী বললেন, ‘জন্মদিনের সেরা উপহার’।

নিখিলের কথায়, ‘‘আমি যে মামলা করেছিলাম, তাতে আমার জয় হয়েছে। জন্মদিনের দিন এই খবর পেয়ে খুব খুশি আমি। শুধু আমি না, আমার বাবাও খুব খুশি। মা হাঁপ ছেড়ে বেঁচেছেন।’’

নুসরতের প্রাক্তন জানালেন, এই জয়ের ফলে তাঁদের দু’জনের সমস্ত আইনি সম্পর্ক ছিন্ন হল।

নুসরত তাঁর এবং নিখিলের বিয়েকে আচমকাই ‘সহবাস’-এর তকমা দিয়েছিলেন, সেটিও আইনের চোখে ভুল প্রমাণিত হল। একইসঙ্গে নিখিলের মতে, নুসরত আর তাঁর কাছ থেকে খোরপোশ চাইতে পারবেন না।

যশকে নিয়ে যে তাদের মধ্যে বিবাদ হয়েছিল তা স্বীকার করে নিখিল বলেন, ‘‘নুসরতের জন্য গত দু’বছর ঠিক মতো জন্মদিন পালন করতে পারিনি। ২০১৯ সালে সে হাসপাতালে ছিল। আর ২০২০ সালে যশকে নিয়ে আমাদের মধ্যে বিবাদ হয়েছিল। ফলে জন্মদিন কী, সেটা বুঝতেই পারিনি।’’

অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি, তৃণা সাহাও ব্যবসায়ীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নুসরতের প্রাক্তন তাঁর জন্মদিন উপলক্ষে বাড়িতে ‘ছোট একটি পার্টি’-র আয়োজন করেছিলেন মঙ্গলবার রাতে।

ছিল একাধিক কেক, আলোর রোশনাই, রাজকীয় খাওয়া দাওয়ার বন্দোবস্ত এবং নাচ গানের ব্যবস্থা। বুধবার রাতে ফের স্কুলের বন্ধুদের সঙ্গে নৈশভোজের পরিকল্পনা রয়েছে নিখিলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*