ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছিলেন জন আব্রাহাম (John Abraham) এবং কঙ্গনা রানাউত। ইন্ডাস্ট্রির দুই তারকারই ক্যামেরার সামনে রাখঢাক করার অভ্যেস নেই। চিত্রনাট্যের প্রয়োজনে উন্মুক্ত শরীরে জন কিংবা কঙ্গনা উভয়ই স্বচ্ছ্বল।
কিন্তু, এক ঘনিষ্ঠ দৃশ্যেই অভিনয় করতে গিয়েই ঘটে বিপত্তি! নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারেননি জন আব্রাহাম। আর তাতেই আঘাতপ্রাপ্ত হন কঙ্গনা রানাউত। যার জেরে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে।
‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমার শুটিং করছিলেন জন-কঙ্গনা। ছবিতে বেশ কয়েকটা ঘনিষ্ঠ দৃশ্য ছিল দুই তারকার। তার মধ্যে একটি বেজায় গাঢ় মুহূর্ত। আবেগপ্রবণ চুমুর দৃশ্য ও আরেকটি শয্যাদৃশ্য। সেটাতেই গন্ডগোল পাকিয়ে ফেলেন অভিনেতা।
সিনটা ছিল এরকম- দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক তখনই সব ভুলে কঙ্গনাকে কাছে টেনে নিয়ে একনাগাড়ে চুমু খেতে থাকেন জন। সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখনই শয্যাদৃশ্যে অভিনয় করতে যান,।
তখনই কঙ্গনার হাতের চুড়ি ভেঙে হাতে ঢুকে যায়। তৎক্ষণাৎ রক্ত বেরয়। কিছুক্ষণ অবধি নাকি সেটা বুঝতেই পারেননি জন। এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন নিজের চরিত্রর মধ্যে। পরে অবশ্য, এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি অভিনেত্রীর কাছে।
সাধারণত, দুজন তারকা কখনও একে-অপরের সঙ্গে কমফরটেবল না হলে, এহেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না। তবে কঙ্গনা-জন দুজনেই মেথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী। আর তারই প্রতিফলন ঘটেছিল ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমার শয্যাদৃশ্যে অভিনয় করার সময়।
দিন কয়েক আগেই এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে, ওই সিনেমার সেটের এক প্রত্যক্ষদর্শী দাবি করেন যে, জন সেইসময়ে আদর করছিলেন না অভিনেত্রীকে হেনস্তা করছিলেন, বোঝা যাচ্ছিল না। তবে দোষ কারোরই ছিল না।
আসলে ওই ঘনিষ্ঠ দৃশ্যে যেধরণের আবেগের প্রয়োজন ছিল, চিত্রনাট্যের প্রয়োজনে দুই অভিনেতাই সেটার সঙ্গে একাত্মবোধ করে ফেলেছিলেন। আর তাতেই রক্তাক্ত হতে হয় কঙ্গনাকে।