সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলতি আইপিএলের (IPL 2022) ২১তম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে পর পয়েন্ট টেবিলে কিছুটা হলেও ওপরে উঠে এসেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সেই জয় তাদের অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে।
অন্যদিকে, গুজরাট টাইটান্স রাহুল তেওয়াতিয়া পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ দুই বলে বড় বড় দুটি ছয় মেরে একটি রোমাঞ্চকর ম্যাচ জিতে নেয়। চলতি লিগে তারা তিনটি ম্যাচ খেলে সবকটি ম্যাচেই জয় তুলে নিয়েছে।
এবারের আইপিএলে গুজরাই হল একমাত্র অপরাজিত দল। এখন দুই দলই এই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে।
সোমবার সন্ধ্যায় হায়দরাবাদ বনাম গুজরাট ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
এই পিচে পেসাররা নতুন বলে সাহায্য পেতে পারে। তবে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। এই উইকেটে যা চরিত্র তাতে রান তাড়া করে জেতা বেশি সহজ কাজ। তার সঙ্গে শিশিরের ফ্যাক্টর অবশ্যই কাজ করবে। ফলে এই পিচে যেই দলই টস জিতবে সেই দলের অধিনায়কের উচিৎ ফিল্ডিং নেওয়া।
সোমবারও বৃষ্টির কোন সম্ভাবনা নেই মুম্বইয়ে। ম্যাচের সময়ে তাপমাত্র ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৫৮ শতাংশ। ১৪কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে।
ম্যাচের মধ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে ক্রিকেট ফ্যানরা। খেলা চলাকালীন শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। তাই টস জিতে প্রথমে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত।
সানরাইজার্স হায়দরবাদ বর্তমানে টাটা আইপিএলের এই মরশুমের পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে যেখানে গুজরাট টাইটানস বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
টাটা আইপিএলের এই মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ তিনটি ম্যাচ খেলেছে যেখানে তারা একটি গেম জিততে পেরেছে এবং গুজরাট টাইটানসও এই মরসুমে তিনটি ম্যাচ খেলেছে যেখানে তারা সেই সব ম্যাচ জিতেছে। তাই হায়দরাবাদের জন্য লড়াইটা মোটেও সহজ হবে না।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য সেরা একাদশ:
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন
গুজরাট টাইটান্সের সম্ভাব্য সেরা একাদশ:
শুভমান গিল, রহমানুল্লাহ গুরবাজ, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওটিয়া, দর্শন নালকান্দে, লোকি ফার্গুসন এবং মহম্মদ শামি।