আইপিএলে বেগুনি টুপি বা পার্পল ক্যাপের লড়াই ক্রমশ জমে উঠছে। প্রথম পাঁচে ঢুকে পড়েছেন টি নটরাজন। ডোয়েন ব্র্যাভো আবার দশের মধ্যে জায়গা করে নিয়েছেন। দেখে নিন, বেগুনি টুপির দৌড়ে কারা এগিয়ে রয়েছেন:
1/6যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। ৪ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ১১। তাঁর গড় ৯.৪৫। ইকোনমি রেট ৬.৫০।
2/6উমেশ যাদবের ৫ ম্যাচে উইকেট সংখ্যা এখন ১০। তিনি নেমে গিয়েছেন দুইয়ে। তাঁর গড় ১৩.২০ এবং ইকোনমি রেট ৬.৬০।
3/6৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে ফেলেছেন কুলদীপ যাদব। তিনে থাকলেও উমেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। তাঁর গড় ১১.৬০। ইকোনমি ৭.৪০।
4/6ওয়ানিন্দু হাসারাঙ্গা আবার এই তালিকায় চারে জায়গা করে নিয়েছেন। ৫ ম্যাচে ১০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। মঙ্গলবারই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২ উইকেট নেন তিনি। তাঁর গড় ১৫.৫০। ইকোনমি রেট ৮.১৫।
5/6সোমবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন টি নটরাজন। ৪ ম্যাচে তিনি মোট ৮ উইকেট নিয়েছেন। গড় ১৬.৬২। ইকোনমি রেট ৮.৩১।
6/6৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে ছয়ে রয়েছে আবেশ খান। রাহুল চাহার আবার ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে সাতে রয়েছেন। আটে রয়েছেন খালিল আহমেদ।
৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৭ উইকেট। ট্রেন্ট বোল্ট চার ম্যাচে ৭ উইকেট নিয়ে রয়েছেন নয়ে। ডোয়েন ব্র্যাভো আবার ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে দশে জায়গা করে নিয়েছেন।