ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান সঞ্জু স্যামসনদের। রান তাড়া করবে মুম্বই।
রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন জোস বাটলার ও যশস্বী জসওয়াল। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় বলে বাউন্ডারি মেরে খাতা খোলেন বাটলার। প্রথম ওভারে ৪ রান ওঠে।
২.৪ ওভারে বুমরাহর বলে ডেভিডের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ২ বলে ১ রান করে আউট হন যশস্বী। রাজস্থান ১৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল। ৩ ওভারে রাজস্থানের স্কোর ১৭/১।
চতুর্থ ওভারে মুম্বই বল তুলে দেয় বাসিল থাম্পির হাতে। ৬ বলে বাটলার সংগ্রহ করেন যথাক্রমে ০,৪,৬,৬,৪,৬ রান। সুতরাং, ওভারে মোট ২৬ রান ওঠে। ৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ৪৩/১। বাটলার ২০ বলে ৩৮ রানে ব্যাট করছেন।
৫.৬ ওভারে টাইমাল মিলসের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন দেবদূত পাডিক্কাল। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন পাডিক্কাল। রাজস্থান ৪৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। বাটলার ৪০ রানে ব্যাট করছেন।
৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। ৮ ওভারে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৬৬ রান। বাটলার ৫১ ও স্যামসন ৬ রানে ব্যাট করছেন।
১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটের বিনিময়ে ৮৭ রান সংগ্রহ করেছে। ৪২ বলে ৬৪ রান করেছেন বাটলার। ৯ বলে ১৪ রান করেছেন স্যামসন।
১১তম ওভারে মুরুগান অশ্বিনের বলে ২১ রান সংগ্রহ করে রাজস্থান। ১টি ছক্কা মারেন স্য়ামসন। ১টি চার ও ১টি ছক্কা মারেন বাটলার। ১১ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ২ উইকেটে ১০৮ রান। বাটলার ৪৬ বলে ৭৬ রান করেছেন। ১১ বলে ২১ রান করেছেন স্যামসন।
১৪ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে। বাটলার ৮৮ ও স্যামসন ৩০ রানে ব্যাট করছেন।
১৪.২ ওভারে পোলার্ডের বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন স্যামসন।
রাজস্থান ১৩০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেতমায়ের। ১৫ ওভারে রাজস্থানের স্কোর ১৩৮/৩। বাটলার ৯৬ রানে ব্যাট করছেন।
১৭তম ওভারে পোলার্ডের বলে ২৬ রান তোলে রাজস্থান। প্রথম ২টি বলে পরপর ছক্কা মারেন হেতমায়ের। পরের ২টি বলে পরপর চার মারেন তিনি। তার পরে ওয়াইড বল করেন পোলার্ড। পঞ্চম বলে লেগ-বাই চার হয়। শেষ বলে ১ রান নেন শিমরন। ১৭ ওভারে রাজস্থানের স্কোর ১৭০/৩। পোলার্ড ৯৮ ও হেতমায়ের ২৪ রানে ব্যাট করছেন।
১১টি চার ও ৫টি ছক্কার সাহায্য ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। বাটলার সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন হেতমায়ের।
১৮.২ ওভারে বুমরাহর বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন শিমরন। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন হেতমায়ের। রাজস্থান ১৮৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিয়ান পরাগ।
১৮.৫ ওভারে বুমরাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জোস বাটলার। ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্য ৬৮ বলে ১০০ রান করে মাঠ ছাড়েন বাটলার। রাজস্থান ১৮৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন।
১৮.৬ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন অশ্বিন। রাজস্থান ১৮৫ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নভদীপ সাইনি।
১৯.৩ ওভারে মিলসের বলে ইশানের দস্তানায় ধরা পড়েন নভদীপ সাইনি। ২ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। রাজস্থান ১৮৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট।
ইনিংসের শেষ বলে টিম ডেভিডের হাতে ধরা পড়েন রিয়ান পরাগ।
নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৮ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তুলেছে। সুতরাং জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৯৪।