আইপিএল (IPL) মানেই মারকাটারি ক্রিকেট। চার ও ছয়ের বন্যা বইয়ে দেওয়া সব ম্যাচ। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম থেকে নামজাদা সব ব্যাটসম্যানরা নিজেদের ছাপ রেখে গিয়েছেন।
আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচ, অর্থাৎ কলকাতা নাইটরাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে নাইট ওপেনার ব্র্যান্ডন ম্যাককালামের ১৫৮ রানের ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। এরপর অবশ্য অনেক জল গড়িয়েছে এবং প্রচুর ব্যাটসম্যানের চার ও ছয়ে সেজে উঠেছে এই ‘মিলিয়ন ডলার লিগ’।
পাঁচ ব্যাটসম্যানকে যাদের ব্যাট থেকে এই টুর্নামেন্টে সব থেকে বেশি ওভার বাউন্ডারির জন্ম হয়েছে:
ক্রিস গেইল
ছয় মারার তালিকায় সবার ওপরে আসবে ক্রিস গেইলের নাম। সিক্সার কিং হিসেবে বিশ্বজুড়ে বিখ্যাত এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ক্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মারার জন্য বিখ্যাত তিনি। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যান তিনি। মোট ৩৫৭টি ছয় মেরে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন গেইল।
এবি ডিভিলিয়ার্স
তালিকায় দ্বিতীয় স্থানে যার নাম তিনি হলেন এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটকে আলিবিদা জানিয়ে দিলেও, তার ধুন্ধুমার খেলা এখনও কেউ ভুলতে পারেননি। আইপিএলের অনেকটা সময় এবি কাটিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। আর এই কোটি টাকার লিগে মোট ২৫১টি ছক্কা মেরেছেন এই প্রোটিয়া ব্যাটসম্যানটি।
রোহিত শর্মা
সর্বাধিক ছয় মারার তালিকায় তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ান এই মহাতারকা ব্যাটসম্যান সাবলীল ভঙ্গিতে ওভার বাউন্ডারি মারার জন্য বিখ্যাত। মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁদবার আইপিএল চ্যাম্পিয়ন করার বিষয়ে তাঁর অবদান অনস্বীকার্য। আইপিএলের আঙিনায় তার ছয়ের সংখ্যা ২৩০।
মহেন্দ্র সিং ধোনি
রোহিত শর্মার পরই এই তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির। চলতি মরশুমে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেও, ছয় মারার অভ্যাসটা তার এখনও যায়নি। ‘মাহি মার রাহা হ্যায়’, তিনি মাঠে নামলে এখনও যেন মাঠের প্রতিটা প্রান্তে এই কথাটা বাজতে থাকে। চেন্নাই সুপার কিংস, তথা ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি অধিনায়ক এখনও পর্যন্ত আইপিএলে মেরেছেন ২২২টি ওভারবাউন্ডারি।
কায়রন পোলার্ড
ক্রিস গেইলের সঙ্গে এই সেরার তালিকায় আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার যিনি জায়গা করে নিয়েছেন তিনি হলেন ক্রিস গেইল। মুম্বাই ইন্ডিয়ান্স দলের এই তারকা অলরাউন্ডার বড় বড় ছয় মারার জন্য বিখ্যাত। ২১৮টি ছয় মেরে এই তালিকার পাঁচ নম্বরে রয়েছেন পোলার্ড।