আইপিএলের ইতিহাসে অবিশ্বাস্য এক নজির গড়লেন শিখর ধাওয়ান

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ১০০০টি চার মারার দুরন্ত রেকর্ড গড়েছিলেন গুজরাট টাইটানসের বিরুদ্ধে আগের ম্যাচেই। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পথে আইপিএলের ইতিহাসে অবিশ্বাস্য এক নজির গড়েন গব্বর।

বুধবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে নেমে শিখর ধাওয়ান ৫০ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন। আগ্রাসী ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।

সেই সঙ্গে তিনি আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে চার ও ছক্কা মিলিয়ে ৮০০ বার বলকে বাউন্ডারির বাইরে পাঠানোর রেকর্ড গড়েন।
ধাওয়ান আইপিএলে ১৯৭টি ম্যাচের ১৯৬টি ইনিংসে সব থেকে বেশি ৬৭৩টি চার মেরেছেন। তিনি এই নিয়ে ছক্কা হাঁকালেন মোট ১৩০টি। ফলে চার ও ছক্কা মিলিয়ে মোট ৮০৩ বার বলকে বাউন্ডারির বাইরে পাঠান শিখর। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে আর কোনও ব্যাটসম্যানের এমন নজির নেই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *