বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে চর্চার শেষ নেই। দেখতে দেখতে জুনিয়র বচ্চন অভিষেকের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনও পার করে ফেললেন ঐশ্বর্য। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য, সবেতেই যেন চর্চায় রয়েছেন রাই সুন্দরী।
কেরিয়ারের শুরুতেই বি-টাউনে আলোড়ন ফেলেছিলেন অ্যাশ। তবে সম্পর্কে জড়ালেও নিজের দৃষ্টিভঙ্গিতে অনড় ছিলেন ঐশ্বর্য। ফের ঐশ্বর্যকে রাই বচ্চনকে নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এবার ঐশ্বর্য রাই বচ্চনকে আইনি নোটিশ পাঠাল মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসন।
কর ফাঁকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল বলি নায়িকা ঐশ্বর্য রাই বচ্চনের বিরুদ্ধে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,নাসিকের সিন্নার এলাকার ঠানগাওয়ের আদিওয়াড়িতে প্রায় এক হেক্টরের মতো জমি রয়েছে ঐশ্বর্যর। অভিযোগে জানা গেছে, প্রায় এক বছর ধরে জমির খাজনা মেটাননি নীল নয়না সুন্দরী। ওই জমির জন্য বার্ষিক ২১ হাজার ৯৬০ টাকা করে খাজনা গুনতে হয় অভিনেত্রীকে। গত এক বছর ধরে সেই কর মেটাননি অভিনেত্রী।
সূত্র থেকে আরও জানা গেছে, প্রশাসনের তরফ থেকে একাধিকবার অভিনেত্রীরে কর জমা দেওয়ার কথা বলা হয়েছে। তবুও নাকি কর জমা দেননি ঐশ্বর্য, সেই কারণে সিন্নার তেহসিলের পত্র থেকে নোটিস পাঠানো হয়েছে। আরও জানা গেছে, মহারাষ্ট্রেপ ল্যান্ড রেভনিউ অ্যাক্ট, ১৯৬৮ অনুযায়ী অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ঐশ্বর্যর আইনি উপদেষ্টা সিন্নার তহসিলদার একনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বুধবারের মধ্যেই কর জমা দিয়ে দেবেন।