সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম, যেখানে আজ অনেকেই নিজেদের পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
দুদিন আগে পর্যন্ত আমরা যাকে চিনতাম না, সেই মানুষটির আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিজের যোগ্যতায়। তবে তার জন্য প্রয়োজন দক্ষতা এবং মনের জোর।
তাহলে এই সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা তৈরি করে নেওয়া সম্ভব। একইসঙ্গে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া সম্ভব।
৯০ দশকের হিট ছবির মধ্যে একটি হলো “মোহরা”। এই সিনেমাটি অনেকেই দেখেছেন। অক্ষয় কুমার, রবীনা ট্যান্ডন ও সুনিল শেঠি অভিনীত
এই ছবি ৯০-এর দশকে দর্শক মহলে মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল। এই সিনেমার জনপ্রিয় একটি গান, “টিপ টিপ বরষা পানি”।
নব্বইয়ের দশকে গানটি ব্যাপক হিট হয়েছিল। এই কথা আমরা সকলেই জানি। বৃষ্টির মধ্যে রবীনা ট্যান্ডনের নাচ সত্যিই নজর কেড়ে নিয়েছিল সকলের।
ইতিপূর্বে অন্যান্য সিনেমাতে রবীনাকে এতটা সিডাক্টিভ লাগেনি, যতোটা এই সিনেমায় মনে হয়েছে। নব্বইয়ের দশকের সেরা সেরা গান গুলির মধ্যে
এখনো জায়গা করে নিয়েছে “টিপ টিপ বর্ষা পানি” গানটি। লাখো লাখো মানুষ এই গানের ফ্যান। অনেকেই ডান্স পারফর্ম করেছেন এই গানের তালে। উদিত নারায়ন এবং আলকা ইয়াগনিকের গাওয়া গান আজও সকলের কাছে সমান তালে জনপ্রিয়।
এবার নব্বইয়ের দশকের “মোহরা” সিনেমার “টিপ টিপ বর্ষা পানি” ডান্স পারফর্ম করতে দেখা গেল এক বছর দশেকের কিশোরীকে। কম বয়সী এই মেয়েটির ডান্স পারফর্ম দেখে
ইতিমধ্যে অনেকের চোখ কপালে উঠে গেছে। এত কম বয়সে এমন সুন্দর পারফরমেন্স সত্যিই অনবদ্য। বলা যায় বয়স কম হলেও,
প্রতিভার দিক থেকে কোন অংশে কম নয় এই মেয়েটি। তার প্রমাণ মিলেছে তারই নাচে। বর্ষাকালের বৃষ্টিতে ছাদের উপরে খোলা আকাশের নিচে
ডান্স পারফর্ম করতে দেখা গেছে রাশি শিন্ডে নামক মেয়েটিকে। তার নাম রাশি শিন্ডে। আগে মেয়েটি টিকটকে ভিডিও পোস্ট করত।
তবে এখন টিকটক বন্ধ। সেই কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম রিল, ভিগো এসব সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলোতে ভিডিও
পোস্ট করতে দেখা যায় তাকে। এতোটুকু বয়সে সে অসামান্য প্রতিভার অধিকারী। রাশি শিন্ডের আসল পরিচয় হলো, অশ্বিনী শিন্ডে।
অশ্বিনী শিন্ডে অফিশিয়াল নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সাম্প্রতিক এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে,
রামধনুর রং এর একটি পোশাক পরে ছাদের মধ্যে তুমুল বৃষ্টিতে নাচতে ব্যস্ত রাশি ওরফে অশ্বিনী। মেকআপ হিসেবে শুধুই হালকা লিপস্টিক।
নাচের সাথে সাথে লিপসিং করতে দেখা গিয়েছে তাকে। অর্থাৎ গানের প্রতিটি কথার সাথে সাথে ঠোঁট মিলিয়েছে রাশি নিজে। তার সাথে রয়েছে অসাধারণ এক্সপ্রেশন।
ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই রাশি শিন্ডের এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। হবে নাই বা কেন! কিশোরী হলেও তাকে একেবারে বড় বড় যুবতীদের মতই দেখতে লাগে।
তার এক্সপ্রেশন হাবভাব সবাই যেন যুবতীদের মতই। শুধু বয়সটা কম। কিন্তু তাতে কোন অসুবিধা নেই। তার এই নাচের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে
ভিডিওঃ