অরিজিৎকে চিনতে পারেননি মিমি

অরিজিৎ সিংহ ‘বোঝে না সে বোঝে না’র জন্য গাইতে বোলপুর যাচ্ছিলেন। ওই একই গাড়িতে ছিলেন মিমি চক্রবর্তীও। সম্প্রতি মিমি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে একই গাড়িতে তিনি,

পায়েল সরকার, আবির চট্টোপাধ্যায় ও অরিজিৎ যাচ্ছিলেন বোলপুর। ‘বোঝে না সে’র টাইটল ট্র্যাকের শুটিংয়ে। গাড়ির সামনের সিটে ছিলেন অরিজিৎ। কিন্তু তিনি যখন গাড়িতে ওঠেন

মিমি পিছনের সিটে ঘুমিয়ে পড়েছিলেন। তাই, তিনি বুঝতেও পারেননি তাঁর প্রিয় গায়কের সঙ্গে এক গাড়িতে আসছিলেন তিনি! পরে বোলপুর নেমে মিমি বুঝতে

পারেন এতক্ষণ অরিজিতের সঙ্গে ছিলেন তিনি, কিন্তু একটি সেলফি তোলা হল না। পরে গায়ককে এই কথা জানান তিনি, দুজনেই খুব হেসেছিলেন এই ঘটনা শুনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*