অভিষেক শর্মা ও উইলিয়ামসনের ব্যাটিং নৈপুণ্যে প্রথম হারের সাধ পেলো গুজরাট টাইটান্স

গত ম্যাচে জয় পেতেই ছন্দে ফিরেছে হায়দরাবাদ। আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেলেন উইলিয়ামসনরা। অধিনায়ক নিজে সামনে থেকে নেতৃত্বে দিয়ে এবং পারফরম্যান্স করে দলের দ্বিতীয় জয় নিশ্চিত করেন। সেইসঙ্গে টুর্নামেন্টে প্রথমবারের মতো হারের মুখ দেখতে হয় দুরন্ত ছন্দে থাকা হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সকে।

আজ প্রথমে ব্যাট করতে নেমে বেশ কিছুটা বেকায়দায় পরে যায় গুজরাট টাইটান্স। গত দুই ম্যাচের নায়ক শুভমান গিল আজ মাত্র ৭ রান করে আউট হন। ফের ব্যর্থ হন অপর ওপেনার ম্যাথু ওয়েড এবং তিন নম্বরে নামা সুদর্শন। ৮ ওভারে মাত্র ৬৪ তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে গুজরাট। রানের গতিও কমে যায়।

এরপর গুজরাটের হাল ধরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ধীর গতিতে হলেও গুজরাটের ইনিংস টানতে থাকেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন অভিনব মনোহর (৩৫)। ধীরগতিতে খেলে ৪২ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন হার্দিক।

কিন্তু তারা দুজন বাদে বাকি কোনও ব্যাটার তেমন প্রভাব ফেলতে পারেননি। তাই ২০ ওভারে ১৬২ রানই তুলতে পারে তারা। সানরাইজার্সের হয়ে দুটি করে উইকেট নেন নটরাজন এবং ভুবনেশ্বর কুমার।

রান তাড়া করতে নেমে টানা দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে বড় পার্টনারশিপ গড়ে সানরাইজার্সের ওপেনাররা। দলগত ৬৪ রানের মাথায় অভিষেক শর্মা (৪২) রশিদ খানের শিকার হয়ে ফিরলেও ধৈর্য্যের সাথে ক্রিজ আঁকড়ে ছিলেন অধিনায়ক উইলিয়ামসন।

শেষপর্যন্ত ৫৭ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বিপক্ষ অধিনায়ক হার্দিকের বলে আউট হন তিনি। মাঝে ১১ বলে ১৭ রান করে কোমরে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ৩ নম্বরে নাম রাহুল ত্রিপাঠি।

কিন্তু নিকোলাস পুরানের ১৮ বলে ৩৪ এবং এইডেন মার্করমের ৮ বলে ১২ রানের ইনিংসে ভর করে ৫ বল বাকি থাকতেই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *