টলিউড অভিনেত্রী পায়েল সরকারকে নিয়ে সর্বদাই চর্চা চলে আসছে। চরিত্র নিয়ে হামেশাই এক্সপেরিমেন্ট করেই চলেছেন পায়েল। ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক, সবেতই বাজিমাত পায়েলের। অভিনয় থেকে রাজনীতি,নিজের কেরিয়ার নিয়ে মুখ খুললেন পায়েল সরকার।
রিল থেকেই রিয়েল সবেতেই নেটিজেনদের নজরে রয়েছেন বাঙালি অভিনেত্রী পায়েল সরকার। অভিনেত্রী পায়েল সরকার ইতিমধ্যেই টলি পাড়ার প্রতিষ্ঠিত একটি নাম। প্রতিটি ছবিতেই অভিনেত্রীর রূপের ছটা যেন ঠিকরে বেরোচ্ছে।
একাধিক প্রেম থেকে লিভ ইন হলেও ছাদনাতলায় পৌঁছায়নি তন্বী নায়িকা। লাস্যে ভরা শরীরে যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। হট অবতারে ভক্তদের ধরে রাখতে হামেশাই ছবি পোস্ট করে থাকেন পায়েল সরকার। বয়স যত বাড়ছে ততই যেন ঠিকরে বেরোচ্ছে তার ভরা যৌবন।
বয়স প্রায় ৪০-এর কোটায়। এখন তিনি সিঙ্গল। তার রূপের জাদুতে বুঁদ আট থেকে অষ্টাদশী। একাধিক ছবি থেকে ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ টলিউড অভিনেত্রী পায়েল সরকার। নেটদুনিয়াতেও ভীষণ অ্যাক্টিভ নায়িকা। চরিত্র নিয়ে কাটাছেড়া করতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। চরিত্র নিয়ে হামেশাই এক্সপেরিমেন্ট করেই চলেছেন পায়েল। তেমনই ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক,সবেতই বাজিমাত পায়েলের।