অবৈধ্য সম্পর্ক নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী নিজে: দেখুন ভিডিও

সম্প্রতি শুরু হয়েছে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের নতুন শো হিসেবে ডেবিউ করলেন তিনি এই শোয়ের মাধ্যমে।

যেখানে জনপ্রিয় ব্যক্তিত্বদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন নুসরত। না কোনো কিছুই নয়, সবটাই । অর্থাৎ তাঁদের বাস্তব জীবনের নানা ছন্দ তুলে ধরা হয় এখানে।

সম্প্রতি নুসরতের সঙ্গে আড্ডা দিতে এসেছিলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী । এই শোয়ে এসে তনুশ্রী তাঁর জীবনের প্রেম, মন ভাঙা, বন্ধুত্ব নিয়ে নানারকম কথা বললেন।

আর তখনই নায়িকা এক্কেবারে অকপটে স্বীকার করলেন, তাঁর ভালোবাসার কথা। টলিপাড়ার সিঙ্গল নায়িকাদের মধ্যে একজন তনুশ্রী।

অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্কের কথা মোটামুটি সবাই জানেন। কিন্তু কি কারণে তাঁদের সম্পর্ক ভাঙন ধরে তা প্রকাশ্যে কখনই জানাননি নায়িকা! কিন্তু তনুশ্রী নুসরতের শোয়ে এসে সবটাই স্বীকার করলেন।

বললেন, তিনি এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যিনি কিনা একজন ব্যবসায়ী। কিন্তু বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো সত্যই দূর্বিষহ তাঁকে ছাড়াও তাই। তবে এটাই প্রথম নয়! বহুবার প্রেমে ছ্যাকা খেয়েছেন নায়িকা। কিন্তু প্রতিবারই নিজেকে একাই সামলেছেন তিনি।

এই কথা বলতে বলতেই শুরু হয় এই শোয়ের র‍্যাপিড ফায়ার রাউন্ড। তখনই বেশ মজার মজার উত্তর দেন তনুশ্রী। নায়িকাকে প্রথমেই জিজ্ঞাসা করা হয়, নিজের লাইফ পার্টনারের কোন তিনটি জিনিসে তিনি আকৃষ্ট হবেন।

কিছু না ভেবে চটজলদি তনুশ্রীর উত্তর, অবশ্যই সুগন্ধ, ব্যক্তিত্ব এবং সেন্স অফ হিউমার। এমনকি তিনি এই কথার লেজ টেনে বললেন, তাঁর পার্টনার এমন হবে যে তাঁকে একদম পাত্তা দেবেন না। তবে তাঁকে টাইম, জায়গা সবটাই দিতে হবে নিজের জীবনের। সঙ্গে রুদ্রনীল ও পরমব্রতকে ‘অতি পাকা’ও বলেন তনুশ্রী। তবে ডেট করতে চান তিনি অভিনেতা জিতের সঙ্গে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *