অবশেষে মাটিতে বসে চরকায় সুতো কাটছেন সালমান (বিস্তারিত দেখুন)

বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের নতুন ছবি ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ মুক্তি পেয়েছে সম্প্রতি। শ‍্যালক ভগ্নীপতির জুটি বেশ ভাল সাড়া পেয়েছে দর্শক মহলে। মেজাজ ফুরফুরে ভাইজানের। এবার গুজরাটের আহমেদাবাদের গান্ধী আশ্রম দর্শনে গেলেন তিনি।

সেখানে গিয়ে চরকাও কাটেন সল্লু মিঞা। সলমনের সঙ্গে গিয়েছিলেন ছবির পরিচালক মহেশ মঞ্জরেকরও। ১৯১৭ থেকে ১৯৩০ সাল পর্যন্ত এই সবরমতী আশ্রমেই ছিলেন গান্ধীজি।

নিজের ছবির প্রচারেই আহমেদাবাদ গিয়েছিলেন সলমন। সবরমতী আশ্রমে মেঝেতে বসে চরকায় সুতো কাটেন তিনি। ভিসিটরস বুকে নিজে হাতে সই করেন সলমন। একটি ছোট্ট চরকা ও গান্ধীজির জীবনের উপরে লেখা একটি বই উপহার দেওয়া হয় তাঁকে স্মারক হিসেবে। চোখে মুখে খুশি উপচে পড়ছিল সলমনের। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিগুলি।

২৬ নভেম্বর মুক্তি পেয়েছে সলমন ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’। একজন শিখ পুলিস অফিসারের চরিত্রে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে। অপরদিকে এক কুখ‍্যাত গ‍্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ। দুজনের দৃষ্টিভঙ্গি,

মতামত সম্পূর্ণ আলাদা। দুটি ভিন্ন জগতের মানুষ মুখোমুখি হলে যে সংঘাতটা সৃষ্টি হবে সেটাই তুলে ধরা হয়েছে ‘অন্তিম’ ছবিতে। মহেশ মঞ্জরেকর পরিচালনা করেছেন ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ ছবিটি।

প্রথম সপ্তাহের শেষে বক্স অফিসে বেশ ভালোই ব‍্যবসা করেছে ছবিটি। তবে কম প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি ছবিটিকে। দিওয়ালিতে মুক্তি পেয়েছিল ‘সূর্যবংশী’ এবং অন্তিমের সঙ্গে সঙ্গেই মুক্তি পায় ‘সত‍্যমেব জয়তে টু’।

কিন্তু তা সত্ত্বেও বেশ ভালোই গতি ধরে নিয়েছে অন্তিম। মাত্র তিন দিনে ১৮.৬১ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। উল্লেখ‍্য, মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহে মাত্র পঞ্চাশ শতাংশই আসন বরাদ্দ রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *